বিশ্বে করোনায় আরও ১১৬৬ মৃত্যু, শনাক্ত কমেছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ১১৬৬ মৃত্যু, শনাক্ত কমেছে
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২



---

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮২৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৬ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার ৩৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৮৩ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৬১০ জন এবং মৃত ১০২ জন। ইতালিতে আক্রান্ত ৪১ হাজার ৭০৩ জন এবং মৃত্যু ৮১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৬২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৫৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬৩ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। একই সময়ে হাঙ্গেরিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১১:৪৬:৫৮   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ