ওমানের সুলতানের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওমানের সুলতানের কাছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ
বুধবার, ১৯ অক্টোবর ২০২২



---

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের লেটার অব ক্রেডেন্স পেশ করেছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মাস্কাটের আল বারাকা রাজ প্রাসাদে ওমানের সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

ওমানের রাজকীয় গার্ড কর্তৃক রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলাদেশ ও ওমানের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে সুলতানের কাছে লেটার অব ক্রেডেন্স পেশ করেন।

এরপর সুলতানের সঙ্গে সৌজন্য বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুলতান হাইথাম বিন তারিককে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং তাদের পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।

রাষ্ট্রদূত তার মেয়াদে দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সুলতান রাষ্ট্রদূতকে নতুন দায়িত্বভার গ্রহণের জন্য অভিনন্দন জানান। সুলতান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জ্ঞাপনের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে সফরের ইচ্ছা ব্যক্ত করেন।

এ সময় তিনি দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে আলোচনা করেন। তিনি রাষ্ট্রদূতকে ওমান সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১০   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ