সাগরে ভাসমান বিশ্বের প্রথম মসজিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাগরে ভাসমান বিশ্বের প্রথম মসজিদ
বুধবার, ১৯ অক্টোবর ২০২২



---

মুসলমানদের নামাজ পড়ার পবিত্র স্থান মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। ইসলামের প্রচার ও প্রসারে দিনে দিনে বাড়ছে মুসলিমের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মসজিদও। বিশ্বে মোট মসজিদ রয়েছে প্রায় ৩৬ লাখ। এর মাঝে সমুদ্রে ভাসমান বিশ্বের প্রথম মসজিদটি স্থাপিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়।

প্রাচীন ইসলামি স্থাপত্যশিল্প এবং আধুনিকতার সংমিশ্রণে নির্মিত সমুদ্রে ভাসমান বিশ্বের সর্বপ্রথম মসজিদ ‘আল রহমাহ’। সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের তীরঘেঁষে মসজিদটি তৈরি করা হয় প্রায় তিন যুগ আগে। আকর্ষণীয় বৃত্তাকৃতির সুদৃশ্য গম্বুজ ও সুউচ্চ আলোকিত মিনারবিশিষ্ট মসজিদটি একটু দূর থেকে দেখলে মনে হয় যেন পানির ওপর ভাসছে। এটি ‘আল মসজিদুল আয়েম’ নামেও পরিচিত, যার অর্থ ‘ভাসমান মসজিদ’।

১৯৮৫ সালে ২৪০০ বর্গমিটার জায়গার ওপর মসজিদটি নির্মাণ করা হয়। নারী-পুরুষ মিলিয়ে এখানে নামাজ আদায় করতে পারেন একসঙ্গে দুই হাজারের বেশি মুসল্লি। মসজিদটি তৈরির কাজে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি ও নির্মাণসামগ্রী। মসজিদের লাইটিং বেশ চমকপ্রদ এবং সাউন্ডসিস্টেম অত্যন্ত উন্নত।

মসজিদে বড় গম্বুজের পাশাপাশি ছোট ছোট আরও ৫২টি গোলাকৃতির গম্বুজ এবং আঙিনায় রয়েছে ২৩টি স্বয়ংক্রিয় ছাতা। আর এসব গম্বুজ ও ছাতার ওপর পবিত্র আল-কোরআনের বিভিন্ন আয়াত লিপিবদ্ধ করা হয়েছে।

প্রাচীন ইসলামি নকশায় বড় গম্বুজটির চারপাশে রাখা হয়েছে অন্তত ৫৬টি জানালা। পাশাপাশি নারীদের নামাজের স্থানটি সম্পূর্ণ কাঠের তৈরি। মসজিদের মাঝ বরাবর সেটিকে ঝুলন্ত অবস্থায় স্থাপন করা হয়েছে। তাতে পাঁচশ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন।

মসজিদটির গঠন নিয়ে প্রকৌশলীরা জানিয়েছেন, সমুদ্রের শেওলা এই মসজিদ অবকাঠামোতে কোনো ধরনের ক্ষতি করতে পারে না। কারণ, সমুদ্রের পানির লবণাক্ততা, তীব্র স্রোত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার কথা বিবেচনা করেই মসজিদটিতে উপযোগী নির্মাণসামগ্রী ব্যবহার হয়েছে। এ ছাড়া মসজিদটি পানির ওপর এমনভাবে স্থাপন করা হয়েছে, যেন পুরো মসজিদটি সমুদ্রের কোলে ভাসছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:৩২   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ