লো স্কোরিং ম্যাচে নামিবিয়াকে হারাল নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলা » লো স্কোরিং ম্যাচে নামিবিয়াকে হারাল নেদারল্যান্ডস
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২



---

আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছিল নামিবিয়া। আর অপেক্ষাকৃত দুর্বল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছিল নেদারল্যান্ডসও। গিলংয়ে আজ (১৮ অক্টোবর) এই দুই দলের লো স্কোরিং ম্যাচে নামিবিয়াকে ৫ উইকেটে হারাল নেদারল্যান্ডস।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে কেবল ১২১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল নামিবিয়া। জবাবে রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখেই ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় ডাচরা। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে গেল স্কট অ্যাডওয়ার্ডসের দলের।

আগের ম্যাচে প্রথমে ব্যাট করে জয় পাওয়ার কারণে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার ডিভান লা কুক। মাত্র ২ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি।

দলীয় ৩০ রানে আরেক ওপেনার মাইকেল ফন লিংগেন ১৯ বলে ২০ রান করে আউট হন।এরপর দ্রুত বিদায় নেন ইয়ান নিকোল লফটি-ইটন। ২ বল খেলে কোনো রানই করতে পারেননি তিনি। আগের ম্যাচের সেরা ফ্রাইলিংক ৫ নম্বরে নেমে করেন সর্বোচ্চ ৪৩ রান। যদিও ৪৮ বলের ইনিংসে মাত্র ১টি করে চার-ছক্কার মার ছিল।

৬ নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক এরাসমাস। ১৮ বলে ১৬ রান করেন তিনি। ডেভিড ওয়াইজ ৫ বলে অপরাজিত থাকেন ১১ রান করে এবং জেজে স্মিট ৪ বলে করেন ৫ রান।

ডাচদের হয়ে বাস ডি লিডি নেন ২ উইকেট। আর টিম প্রিঙ্গল, কলিন অ্যাকারম্যান, পল ফন মিকিরেন এবং রোয়েলফ ফন ডার মারউই ১টি করে উইকেট নেন।

জবাবে রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডস দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক্স ওলডের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৯ রানে সাজঘরে ফেরেন বিক্রমজিত। তার আগে ৩ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করেন তিনি। এরপর ম্যাক্স ওলড ফেরেন ৩৫ রান করে।

মূলত তার বিদায়ের পরেই ম্যাচে ফেরে নামিবিয়া। দ্রুত তুলে নেন টম কুপার (৬), কলিন আকারম্যান (০) ও অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডের (১) উইকেট।

তবে ওয়ান ডাউনে নামা বাস ডি লিডির ৩০ ও টিম প্রিঙ্গেলের ৯ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস।

ফলে সংযুক্ত আরব আমিরাতের পর নামিবিয়ার বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে নেদারল্যান্ডস।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৫   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ