ধর্ষণের পর হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণের পর হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২



---

নারায়ণগঞ্জের ফতুল্লায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ দেন। এ সময় আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।

এ ঘটনার ১৭ বছর পর আদালত এ মামলার রায় দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩ জুন সকালে সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলি ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের কে এম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার নীপাকে (১১) স্থানীয় ধানক্ষেতে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ ফেলে রেখে যায় ধর্ষণকারীরা।

এ ঘটনায় নিহত স্কুলছাত্রীর বাবা আক্তার হোসেন বাদী হয়ে রবিউল, শুক্কুর, কামরুল হাসান, আলী আকবর, ডলি বেগম ও নাসরিন বেগম নামে অভিযুক্ত ছয়জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করলে তাদের মধ্যে দুই আসামি কামরুল ও রবিউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রকিব উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিলের পর আদালত এজাহারভুক্ত ২৯ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি রবিউল, শুক্কুর, কামরুল হাসান ও আলী আকবরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং ডলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রবিউল ও ডলি জামিনে ছাড়া পেয়ে পলাতক রয়েছে। এ মামলায় অপর আসামি নাসরিন বেগমকে খালাস দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৭   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ