কড়া নিরাপত্তায় রংপুরে চলছে ভোটগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কড়া নিরাপত্তায় রংপুরে চলছে ভোটগ্রহণ
সোমবার, ১৭ অক্টোবর ২০২২



---

রংপুর জেলা পরিষদ নির্বাচনে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট নেয়া হচ্ছে ইভিএমে। ভোটগ্রহণ শেষ হবে দুপুর ২টায়। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে ৮টি কেন্দ্রের ১৬টি বুথে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

রংপুর জেলার ৮ উপজেলায় ৭৬টি ইউনিয়ন পরিষদ, তিন পৌরসভা ও এক সিটি করপোরেশনের এক হাজার ৯৫ জন প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মোট ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস আহমেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলু।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রংপুরের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। প্রতিটি কেন্দ্রেই ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি বুথে ৩টি করে সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পুলিশের দশটি মোবাইল টিম, র‍্যাবের দুই এবং বিজিবির এক প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্দেশনা অনুযায়ী ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না।

ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেক পর রংপুর জেলা স্কুলকেন্দ্র পরিদর্শনে আসেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসিফ আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর পুলিশের উপকমিশনার আল মাহমুদ হাসান সরকার এবং সহকারী রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন।

কেন্দ্র পরিদর্শন করে জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, এখন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছেন। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আল মাহমুদ হাসান বলেন, জেলা পরিষদের জন্য রংপুর জেলা স্কুল কেন্দ্রটি মহানগর পুলিশের আওতায়। এখানে আমরা পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করেছি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে।

সহকারী রিটার্নিং অফিসার ফরহাদ হোসেন বলেন, প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে। নির্দেশনা অনুযায়ী ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১২:৩৫:১৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ