প্রথমদিনেই বিশ্বকাপটা জমিয়ে জিতল নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলা » প্রথমদিনেই বিশ্বকাপটা জমিয়ে জিতল নেদারল্যান্ডস
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



---

সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকির স্লোয়ারে বোকা বনে সহজ ক্যাচ তুলে দিলেন নেদারল্যান্ডসের টিম প্রিঙ্গল। আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান ম্যাচের প্রেশারেই কিনা সহজতর ক্যাচটি হাত থেকে ফেলে দিলেন। মোটে ১১১ রানে আটকানোর ম্যাচে সেই এক ক্যাচেই কি বিশ্বকাপের মূল পর্বের টিকিট হাত থেকে ফেলে দিলেন রিজওয়ান?

সেই উত্তর সময় বলবে, তবে নিশ্চিতভাবে বলা যায় নিজেদের জয়টাই ফেলে দিলেন আমিরাতের অধিনায়ক। রুদ্ধশ্বাস এক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১ বল বাকি থাকতে হারল সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ জমিয়ে তোলা কঠিন ম্যাচটিতে ৩ উইকেটে জয় পেয়েছে ডাচরা।

অস্ট্রেলিয়ার গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১১১ রান তোলে সংযুক্ত আরব আমিরাত। জবাবে ১৯ ওভার ৫ বলে ৭ উইকেটে ১১২ রান তোলে নেদারল্যান্ডস।

লক্ষ্য তাড়া না করতে চাওয়ায় আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক রিজওয়ান। তবে অধিনায়কের এমন সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেননি দলটির ব্যাটসম্যানরা। ডাচদের বিপক্ষে রান তুলতে বেশ বেগ পেতে হয় আমিরাতের ক্রিকেটারদের।

দলটির পক্ষে মাত্র দুইজন ব্যাটসম্যান একশ স্ট্রাইক রেট রাখতে পেরেছেন। এরমধ্যে কাশিফ দাউদ ১৪ বলে ১৫ এবং বাসিল হামিদ করেছিলেন ৪ বলে ৪ রান। আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করা মোহাম্মদ ওয়াসিম খেলেছেন ৪৭ বল। এছাড়া ভৃত্য অরবিন্দ ২১ বলে ১৮ রান এবং চিরাগ সুরি ১২ রান করতে খেলেছেন পাক্কা ২০ বল।

ডাচদের পক্ষে বাস দি লিড ৩ ওভারে ১৯ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। ফ্রেড ক্লাসেন ৪ ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে ১১ ওভার পর্যন্ত সহজ জয়ের পথেই এগোচ্ছিল নেদারল্যান্ডসরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের মাঝারি মানের ইনিংসে ১১ ওভারেই ৩ উইকেটেই ৭০ রান তুলে ফেলে ডাচরা। তবে এরপরেই জুনায়েদ সিদ্দিকের এক ওভারে ২ উইকেট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ আয়ানের ১ উইকেটে ম্যাচে ফেরে আরব আমিরাত।

এরপর শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে যায় আমিরাত। তবে শেষ হাসি আর হাসতে পারেনি। স্কট এডওয়ার্ডসের অপরাজিত ১৬ রানে জয় পায় নেদারল্যান্ডস। এ ছাড়াও ডাচদের পক্ষে ম্যাক্স ও’ডুড করেন সর্বোচ্চ ২৩ রান। চার ব্যাটসম্যান ফেরে দশের ঘরে।

জুনায়েদ ২৩ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। এছাড়াও চারজন বোলার নেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৪০   ১৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ