এল ক্লাসিকোয় রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

প্রথম পাতা » খেলা » এল ক্লাসিকোয় রাতে মুখোমুখি রিয়াল-বার্সা
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



---

ক্লাব ফুটবলে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ম্যাচকে। মঞ্চ সেটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে কিংবা লা লিগার ম্যাচ যাই হোক না কেন, ক্লাব ফুটবলে এই ম্যাচ ফাইনালের চেয়েও কম নয়। তাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াইটি পরিচিত এল ক্লাসিকো নামে।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সোলোনা।

স্প্যানিশ লা লিগার এই ম্যাচটিতে ঘরের মাঠে ফেভারিট রিয়াল মাদ্রিদ। সম্প্রতি মুখোমুখি লড়াইতেও এগিয়ে লস-ব্লাঙ্কোসরা। বেনজেমার নেতৃত্বে অভিজ্ঞতা প্রদর্শনে তৈরি টনি ক্রুস-লুকা মদ্রিচরা। তবে চোটের কারণে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পাচ্ছেন না ব্লাঙ্কোস বস কার্লো আনচেলত্তি।

অন্যদিকে বার্সেলোনার কোচ জাভি তাদের মাঝমাঠে পেদ্রি ও গাভির তারুণ্যে আস্থা রাখছেন। গোলে লেভানদভস্কির সঙ্গে ডেম্বেলে। পয়েন্ট টেবিলে আট ম্যাচ শেষে সমান ২২ পয়েন্ট হলেও, গোল গড়ে এগিয়ে বার্সেলোনা। এ ম্যাচ তাই এককভাবে শীর্ষে ওঠায় নজর দুই দলের।

উল্লেখ্য, এল-ক্লাসিকোতে ১৮৪ বার মুখোমুখি দেখায় রিয়ালের ৭৬টি জয়ের বিপরীতে ৭৩ জয় বার্সেলোনার। বাকি ৩৫ ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৫৭   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ