ইরানের কুখ্যাত কারাগারে সংঘর্ষ, আগুন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের কুখ্যাত কারাগারে সংঘর্ষ, আগুন
রবিবার, ১৬ অক্টোবর ২০২২



---

ইরানের বহুল আলোচিত ইভিন কারাগারে ভয়াবহ আগুনের খবর পাওয়া গেছে। এসময় ভেতর থেকে বন্দুকের গুলির শব্দ ও সাইরেন শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) আগুন লাগার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আগুন লাগার পর দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী। কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আক্রান্তদের বের করে আনে। পরে সেখানে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। তবে রাজধানী তেহরানের উপকণ্ঠে কারাগারে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। এতে কোনো হতাহত হয়েছে কি-না তাও জানা যায়নি।

আগুনের ঘটনায় বন্দীদের পরিবার কারাগারের প্রধান দরজার সামনে জড়ো হতে শুরু করেছেন। কারাগারটি রাজনৈতিক বন্দীদের আটক করার প্রাথমিক স্থান। এখানে রাজনৈতিক বন্দি, সাংবাদিক এবং বহু দ্বৈত ও বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর ঘটনায় ইরানে যে বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ থেকে আটক শত শত লোককে ওই কারাগারেই রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে একজন কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বন্দীদের পরিবার প্রধান দরজার সামনে জড়ো হয়েছে। তারা বলছে, আমরা আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছি। এখানে বিশেষ বাহিনী সদস্য ও অ্যাম্বুলেন্স রয়েছে।

এদিকে পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর ঘটনায় পঞ্চম সপ্তাহেও বিক্ষোভে উত্তাল ইরানের রাজপথ। পুলিশি হেফাজতে তরুণী মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় কোনোভাবেই দমছে না বিক্ষোভকারীরা। এরই মধ্যে শিশুসহ ২ শতাধিক মানুষ নিহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি বিক্ষোভকারী নারীদের শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে।

ইরানের বিভিন্ন শহরে শনিবারও (১৫ অক্টোবর) রাস্তায় নেমে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান দেশটির সাধারণ মানুষ। এ ছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরও বিক্ষোভ করতে দেখা যায়। এদিন ইরানের উত্তরাঞ্চলীয় শহর গোহারদাস্তে এক নারীকে জোরপূর্বক গাড়িতে উঠানোর চেষ্টা করেন দেশটির আধাসামারিক বাহিনী। এ সময় বিক্ষোভকারীরা বাধা দিলে একপর্যায়ে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। আতঙ্কে দিগ্‌বিদিক ছুটতে থাকেন আন্দোলনকারীরা।

এদিকে চলমান আন্দোলনে আবারও সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ১৩ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মৃত্যু হয় কুর্দি তরুণী মাহসা আমিনির। এর প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। দেশটিতে এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা যাচ্ছে। মূলত পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকেই সেখানে বিক্ষোভ দানা বাঁধে এবং পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। বিশ্বের অনেক দেশই এ বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১২:১৩:৩৩   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ