সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ
শনিবার, ১৫ অক্টোবর ২০২২



---

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ এম.এ লতিফ ও যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ নাজিম উদ্দিন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবির ও বীর মুক্তিযোদ্ধাগণ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বলেন স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই পরিপূর্ণতা আসেনি। এখনো অনেক রাজাকারেরা মুক্তিযোদ্ধার পরিচয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে মরিয়া হয়ে আছে। তাই প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদেরকে যথার্থ রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে উল্লেখ করেন তাঁরা।

অনুষ্ঠান শেষে উপজেলার ৩৫৫ জন জীবিত বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয় এবং ৩১৮ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে শুধু ডিজিটাল সনদ বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন সূত্র জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৩১   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ