বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

প্রথম পাতা » অর্থনীতি » বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
শনিবার, ১৫ অক্টোবর ২০২২



---

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। কিছুটা বাড়ার পর এক সপ্তাহ ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের ওপরে কমেছে। এতে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে অবস্থান করছে স্বর্ণের দাম।

সেপ্টেম্বরের মাঝামাঝি দরপতন হলেও অক্টোবরের শুরুতে সোনার দাম কিছুটা বাড়ে। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে স্বর্ণের দাম ১ হাজার ৬৪৩ দশমিক ৪৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক শূন্য ১ শতাংশ কমেছে।

এদিকে দেশের বাজার সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর, ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৬ টাকা কমিয়ে ৮১ হাজার ২৯৮ টাকা করা হয়েছে।

এ ছাড়া প্রতি ভরি সোনার দাম ২১ ক্যারেটে ৯৯১ টাকা কমিয়ে ৭৭ হাজার ৬২৪ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা কমিয়ে ৬৬ হাজার ৪৮৫ টাকা, আর সনাতন পদ্ধতিতে ৭০০ টাকা কমিয়ে ৫৫ হাজার ১৭১ টাকা করা হয়েছে। দেশের বাজারে বর্তমানে এ দামেই সোনা বিক্রি হচ্ছে।

এর আগে কয়েক দফা বাড়ে সোনার দাম। এতে সব রেকর্ড ভেঙে দাম ছাড়িয়ে যায় ৮৪ হাজার টাকায়।

বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হয় আগস্টের মাঝামাঝি সময় থেকে। গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলার। এরপর দাম কমে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম দাঁড়ায় এক হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলারে।

এদিকে গত সপ্তাহে কিছুটা বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম। এক সপ্তাহে রুপার দাম দশমিক ৮৮ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্সের দাম ১৯ ডলার হয়। সপ্তাহের ব্যবধানে প্লাটিনামের দাম বেড়ে যায় দশমিক ৫৯ শতাংশ। বর্তমানে প্রতি আউন্স প্লাটিনামের দাম ৮৫৯ ডলার।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৩০   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ