গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২



---

গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ চারজন নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও একজন।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, নগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের বাসের চাপায় ভ্যানের ৩ যাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৩:০৪:৪৮   ১৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


শ্রীপুরে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
জঙ্গিদের নিয়ে আমরাও উদ্বিগ্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে ঝুটের গুদামের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিআরটি প্রকল্প : চালু হলো টঙ্গী ফ্লাইওভারের দুই লেন
গাজীপুরে বাস চাপায় ৪ ব্যক্তি নিহত

আর্কাইভ