কুমিল্লার লালমাই আপন খালাকে নির্যাতনে অভিযুক্ত ইউপি সদস্য

প্রথম পাতা » চট্রগ্রাম » কুমিল্লার লালমাই আপন খালাকে নির্যাতনে অভিযুক্ত ইউপি সদস্য
শনিবার, ১৫ অক্টোবর ২০২২



---

কুমিল্লার লালমাই উপজেলায় এক নারীকে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, জমি বিরোধ নিয়ে আপন ভাগ্নে স্থানীয় ইউপি সদস্য দোলোয়ার হোসেনের নির্দেশে তার দুই ভাই জামাল হোসেন ও পরান হোসেন এ ঘটনা ঘটিয়েছে।

মাজেদার অভিযোগ, তার বোনের ছেলে ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং তার দুই ভাই জামাল হোসেন ও পরান হোসেন তার কিছু জমি দখল করে রেখেছেন অনেক দিন ধরে। ওই জায়গায় গড়ে তুলেছে মুরগির খামারও। এ নিয়ে অনেকবার সামাজিকভাবে বৈঠক হলেও জায়গা ছাড়েনি তারা। এরই জেরে গত ২ অক্টোবর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় জামাল হোসেন ও পরান হোসেন মাজেদাকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এ নির্যাতনের দৃশ্য পাশ থেকে অনেকেই দেখলেও মাজেদাকে কেউ রক্ষা করতে এগিয়ে আসেনি।

মাজেদা জানান, জায়গা তার অথচ তাকেই এ জায়গা ছেড়ে দিতে নানাভাবে চাপ দিচ্ছে তিন ভাই মিলে। এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। স্থানীয় শালিসে কয়েকবারই জায়গা ছেড়ে দিতে বললেও দেলোয়ার হোসেন সে কথা কানে তোলেননি।

মাজেদার আরেক বোন সালেহা বেগম জানান, চেয়ারম্যান-মেম্বার সবাইকে বলেছি ব্যবস্থা নিতে, তারা দেলোয়ারকে বলেছেন জায়গা ছেড়ে দিতে। কিন্তু সে জায়গা ছাড়ছে না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন ও তার পরিবার। অভিযুক্ত দেলোয়ারের দাবি ঘটনার সময় সেখানে ছিলেন না তিনি। আর মারধরের ঘটনা সাজানো নাটক বলে অভিযোগ তার পরিবারের।

ফোনে জানতে চাওয়া হলে অভিযুক্ত দেলোয়ার বলেন, আমি মারিনি। আপনি ওই ভিডিও ভালো করে দেখেন, আমাকে দেখবেন না।

অভিযুক্ত দেলোয়ার লালমাই থানার উত্তর ভুলইনের ৭ নং ওয়ার্ডের মেম্বার।

নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় তখন কেউ মাজেদাকে রক্ষা করতে এগিয়ে না এলেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী মাজেদা। আমি যতোটুকু জানি আসামিরা জামিন নিয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেই তারা আদালতে গিয়ে আশ্রয় নিয়েছে। দ্রুত মামলার তদন্ত শেষে করে অভিযোগপত্র জমা দেয়া হবে।

বাংলাদেশ সময়: ৮:১৩:২২   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্রগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
তালিকা যাচাই-বাছাই করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় সরিষার বাম্পার ফলনের আশা
কক্সবাজারকে নানন্দিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এনামুল হক শামীম
লুঙ্গিতে বাঁধা পোটলায় মিলল সাড়ে ৫ কোটি টাকার আইস
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে যুবক গ্রেপ্তার
শেখ হাসিনাকে হটাতে বাম-ডান একজোট হয়েছে : ওবায়দুল কাদের
নোয়াখালীতে ভোটগ্রহণ চলছে

আর্কাইভ