জয় পায়নি রোমা-লাৎজিওর কেউ, বড় ব্যবধানে হার মোনাকোর

প্রথম পাতা » খেলা » জয় পায়নি রোমা-লাৎজিওর কেউ, বড় ব্যবধানে হার মোনাকোর
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২



---

চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চের কারণে অনেক সময়ই আড়ালে পড়ে যায় ইউরোপা লিগের ফলগুলো। তবে ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টেও খেলছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, রোমার মতো বিগ ক্লাবগুলো। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের তৃতীয় স্থানের দলও পরবর্তী পর্বে যোগ দিয়ে থাকে এই ইউরোপা লিগেই। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) স্বস্তির জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও

লাৎজিও ২-২ স্টুর্ম
ঘরের মাঠ স্টেডিও অলিম্পিকোতে পয়েন্ট হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট লাৎজিও। অস্ট্রিয়ান ক্লাব স্টুর্মের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মাওরিসিও সারির দল। প্রথম হাফে ইমমোবিলের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয় হাফে বোভিংয়ের গোলে সমতায় আনে স্টুর্ম। তবে পেদ্রোর গোলে আবারও এগিয়ে গিয়েছিল ইতালির ক্লাবটি। তবে ম্যাচ শেষের সাত মিনিট আগে বোভিংয়ের দ্বিতীয় গোলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে অস্তিয়ান ক্লাবটি। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এফ’-এর সকল দলের পয়েন্টই ৫। গ্রুপের আর দুই ক্লাব হচ্ছে ফেইনুর্ড এবং মিডটজিল্যান্ড।

রিয়াল বেতিস ১-১ রোমা
এদিকে বিগ ম্যাচে বেনিটো ভিলামারিনে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব বেতিস ও ইতালিয়ান ক্লাব রোমা। সার্জিও ক্যানালেসের গোলে প্রথমার্ধে বেতিস এগিয়ে গেলেও দ্বিতীয় হাফে বেলোটির গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ে অবশ্য বেশি ক্ষতি হয়নি বেতিসের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে বেতিস। তবে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের তিনে অবস্থান করছে রোমা।

ট্রাবজোন্সপোর ৪-০ মোনাকো
তুর্কি ক্লাব ট্রাবজোন্সপোর বিপক্ষে পাত্তাই পায়নি ফরাসি ক্লাব মোনাকো। প্রথম হাফে মালাং সারের আত্মঘাতী গোল এবং দ্বিতীয় হাফে আরও তিন গোল হজম করে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে ফিলিপ ক্লিমেন্টের দল। অবশ্য এই হারের ফলে এখনও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে মোনাকোর। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে টেবিলের দুইয়ে রয়েছে ট্রাবজোন্সপোর। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তিনে মোনাকো।

এইকে লারনাকা ১-২ ফেনারবাচে
সাইপ্রিয়ট ক্লাব লারনাকাকে হারিয়ে ইউরোপা লিগে পরের রাউন্ড নিশ্চিত করেছে তুর্কি জায়ান্ট ফেনারবাচে। তুর্কি ক্লাবটির হয়ে গোল করেছেন জাও পেদ্রো ও মিচি বাতসুয়াই।

এ ছাড়াও এফসি জুরিখকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসভি আইন্দহোভেন। মালমোকে ১-০ গোলে হারিয়েছে জার্মান লিগে টেবিলের শীর্ষে থাকা ইউনিয়ন বার্লিন।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৫২   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ