যশোরের কারখানায় তৈরি হচ্ছিল ‘নাইন এমএম’ পিস্তল, আটক ৩

প্রথম পাতা » খুলনা » যশোরের কারখানায় তৈরি হচ্ছিল ‘নাইন এমএম’ পিস্তল, আটক ৩
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২



---

যশোর শহরের রাঙ্গমাটি গ্যারেজের পাশে ‘নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং’ নামে একটি কারখানায় অবৈধ অস্ত্র তৈরির কারাখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় অস্ত্র তৈরির তিনজন কারিগরকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ কারখানার সন্ধান পায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তাদের তৈরি, পাঁচটি নাইন এমএম পিস্তল (দেশীয় তৈরি), পাঁচ রাউন্ড গুলি ও ৮টি ম্যাগজিন জব্দ করা হয়।

আটক তিনজন হলেন, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), একই গ্রামের ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) এবং শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির প্রমাণ পাওয়া যায়। এরপর সেখান থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এলাকার লোকজন অভিযানের সংবাদ পেয়ে হতবাক হন। প্রকাশ্যে এইভাবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র তৈরি হতে পারে এটা অনেকের অজানা ছিল।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, বিষয়টি নিয়ে আমরা আরো তদন্ত করবো। এইভাবে আরো অস্ত্র তৈরি হয়েছিল কী না বা এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখবো।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্ত্র তারা কোথায় বিক্রি করে, জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৩:২০:১৭   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ