নীলফামারীতে মোমবাতির আলোতে চিকিৎসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে মোমবাতির আলোতে চিকিৎসা
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) নীলফামারীর একটি সাব স্টেশনের ৩৩ কেভি লাইনের পিন টাইপ ইন্সুলেটর ফেটে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে জেলা শহরসহ আশপাশের এলাকা। দীর্ঘ সময় বিদ্যুৎ না পেয়ে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য সেবা চলছে মোমবাতি জ্বালিয়ে।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে জেলা শহরের কুখাপাড়া সাব-স্টেশনের ৩৩ কেভি লাইনের পিন টাইপ ইন্সুলেটর ফেটে যায়। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে নেসকো নীলফামারীর আওতাধীন এলাকা। সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে দেখা গেছে, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে স্বাস্থ্য সেবা দিচ্ছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সরা। পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে আলো না থাকায় চরম ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা।

নীলফামারী জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. জুলফিকার আলী নবাব বলেন, সন্ধ্যার আগে থেকেই বিদ্যুৎ নেই। মোমবাতি জ্বালিয়ে সেবা প্রদান করছি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রোগীদের সমস্যা হচ্ছে। স্বজনরাও পড়েছেন বিপাকে। এদিকে এসএসসি পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীরাও বিপাকে পড়েছেন। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে অনার্স ১ম বর্ষের পরীক্ষা। বিদ্যুৎ না থাকায় পড়াশুনা ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের।

এছাড়াও বিপাকে পড়েছেন জেলার ছাত্রাবাস, ছাত্রীনিবাস ও আবাসিক হলগুলোতে অবস্থান করা প্রায় ১৫ হাজার সাধারণ শিক্ষার্থী। নীলফামারী জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. জুলফিকার আলী নবাব বলেন, সন্ধার আগে থেকে বিদ্যুৎ নাই। আমরা মোমবাতি জ্বালিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করছি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রোগীদের সমস্যা হচ্ছে।স্বজনরাও পরেছেন বিপাকে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম বলেন, বৃষ্টির সময় বজ্রপাতে ২টি পিন টাইপ ইন্সুলেটর ফেটে যাওয়ায় পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফেটে যাওয়া ইন্সুলেটর পরিবর্তন করে নতুন লাগানোর পর আরও ৩টি পিন টাইপ ইন্সুলেটর ফেটে যায়। তিনি বলেন, দুটি টিম কাজ করছে। জনবল কম থাকায় একটু সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানে কাজ করছি। আশা করি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:১৮   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ