তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই

প্রথম পাতা » ছবি গ্যালারী » তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

টানা বৃষ্টি এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪ টি জলকপাট। রাতেই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (১২ অক্টোবর) রাত ৯ টা থেকে নীলফামারী ডিমলা ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার দশমিক ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সন্ধ্যা ৬ টায়! দশমিক ৫২.৪৬ সেন্টিমিটার দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছিলো। বিষয়টি নিশ্চিত করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা প্রিন্স বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে বুধবার বিকেল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি বাড়তে শুরু করে। তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বর্তমানে ৫২.৫২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পানির প্রবাহ আজ রাত ১২ টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে । এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড সজাগ আছে। এদিকে পানি বাড়ায় জেলার ডিমলা, জলঢাকা ও ডোমাররের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। হঠাৎ পানি বাড়ায় আতঙ্কিত হয়ে পরেছে অনেকেই।ফসল নিয়ে দুচিন্তায় পরেছেন কৃষকরা। ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, আপাতত বাড়িতে পানি ঢুকেনি তবে খেত খামারে ডুবতে শুরু করেছে। পানি বিপদসীমা পার হলে বাড়িতে পানি ঢুকবে।

পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, নিম্নাঞ্চল গুলোতে পানি ঢুকতে শুরু করছে। পানি বাড়লে অনেক ফসল ঢুবে যাবে। আপাতত স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে জনগনকে সচেতন করেছি।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৬   ১২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ