কাতারে বিশ্বকাপ খেলছে বাংলাদেশের পথশিশুরা

প্রথম পাতা » খেলা » কাতারে বিশ্বকাপ খেলছে বাংলাদেশের পথশিশুরা
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

কাতারে পর্দা উঠল পথশিশুদের বিশ্বকাপ। বিশ্বের ২৫টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের পদচারণায় মুখরিত কাতারের দোহা। এই বিশ্ব আসরে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের পথশিশুরাও। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের আত্মপরিচয়ে গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বকাপের মতো স্বপ্নের মঞ্চে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত

ফিফা বিশ্বকাপ শুরুর আগেই কাতারের দোহায় শুরু হলো পথশিশুদের বিশ্বআসর। বিশ্বের ২৫টি দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী এই বিশ্বকাপ। ইউকে চ্যারিটি স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের আয়োজনে ও কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। এই বিশ্বআসরে খেলছে বাংলাদেশও। দোহায় লাল-সবুজ পতাকা হাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সাথি-ফিরোজারা।

বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের আত্মপরিচয়ে গড়ে তুলতেই এমন আয়োজন।’

স্ট্রিট চাইল্ড ইউনাইটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জন রো বলেন, ‘বিশ্বকাপ ফুটবল পুরো বিশ্বকে একত্র করে। এমন মঞ্চে সুবিধাবঞ্চিত শিশুরা খেললে তারা বাড়তি নজর পায়। এই আসর তাদের নতুন পরিচয়ে গড়ে তুলতে সাহায্য করবে। নিজ নিজ দেশের মানুষ এই পথশিশুদের নিয়ে গর্বিত হবে। আমাদের কাছে এটা খেলার চেয়েও বড় কিছু। এই বিশ্বকাপ আনন্দের বিশ্বকাপ, এই বিশ্বকাপ শান্তির বার্তা বয়ে আনার বিশ্বকাপ।’

বিশ্বকাপের মতো স্বপ্নের মঞ্চে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী পথশিশুরা।

কাতারের পথশিশু দলের অধিনায়ক মোহাম্মদ আল আমারি বলেন, ‘আমাদের মতো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এটা বিশাল সুযোগ। অনেক শিশু আছে যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এমন আয়োজনের মধ্য দিয়ে তারা নিজেদের প্রয়োজন বিশ্ববাসীকে জানাতে পারে।’

ইংল্যান্ড পথশিশু দলের অধিনায়ক মাইকেল টাসকার বলেন, ‘ এটা আমাদের জন্য সত্যি আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমরা খেলতে পারব। আমি কখনো ভাবিনি যে এত বড় মঞ্চে আমি কখনো খেলব। আমার স্বপ্নপূরণ হয়েছে।’

এবারের আসরে ১৫টি পুরুষ ও ১৩টি নারী পথশিশু দল অংশগ্রহণ করেছে। যার মধ্যে ১০টি দল গড়া হয়েছে বাস্তুচ্যুত শিশুদের নিয়ে।

বাংলাদেশ সময়: ১১:৩৮:৪৪   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ