পিকআপসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ জন গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিকআপসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ জন গ্রেফতার
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

বুধবার ( ১২ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. কামরুজ্জামান রাসেল।

গ্রেফতাররা হলেন— মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৫৫), মো. মুকুল মিয়া (৩০), মো. সম্রাট (২৫), মো. জীবন (২৫), মো. রাশেদুল ওরফে আসাদুল (৩২), মো. সুজন মিয়া (২৮) মো. রইচ উদ্দিন (৩৮) ও মো. আমিন মিয়া (২৫)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ১৯ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীবরদী উপজেলার বকচর পূর্বপাড়া গ্রামে মো. আবদুল মমিনের গোয়ালঘরের তালা ভেঙে চোরচক্র চারটি গাভি ও চারটি বাছুর চুরি করে পিকআপভ্যানে উঠাচ্ছিল। এ সময় শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে মমিনের ভাতিজা রফিকুল গরুগুলো ট্রাকে উঠাতে দেখে চিৎকার করে। তবে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে মমিন বাদী হয়ে শ্রীবরদী থানায় গরু চুরির মামলা দায়ের করেন।

শ্রীবরদী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামের মৃত আবদুল হকের ছেলে মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল অস্ত্রসহ গরুচোর চক্রের হোতা আটক

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামি মো. মুকুল মিয়াকে গ্রেফতার করা হয়। মুকুলের দেয়া তথ্যমতে, গত ৯ অক্টোবর গাজীপুরের দক্ষিণ সালনা এলাকা থেকে আসামি সম্রাট, জীবন, রাশেদুল, সুজন, রইচ উদ্দিন ও আমিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পরে গাজীপুরের সালনা থেকে গরু চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, মমিন মিয়ার গরুগুলো তারা ঢাকার তুরাগ থানার বেড়িবাঁধ এলাকার খাইরুলের কাছে ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়েছে। পুলিশ খাইরুলকে গ্রেফতার ও চোরাই গরু উদ্ধারে চেষ্টা করছে বলে জানান পুলিশ সুপার।

আসামিদের মধ্যে সুজন ও রাশেদুল চুরির দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বাকি আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাররা প্রত্যেকেই আন্তঃজেলা গরু চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন জেলায় গরু চুরি করে আসছেন।

বাংলাদেশ সময়: ৯:৫২:২১   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ