ইউরোপে আবার করোনা সংক্রমণের শঙ্কায় ডব্লিউএইচও

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউরোপে আবার করোনা সংক্রমণের শঙ্কায় ডব্লিউএইচও
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ বেশ কয়েকটি দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যু। সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় ইউরোপে করোনার আরেকটি ঢেউ শুরু হয়ে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিকা নিতে মানুষের অনীহাকেই দুষছেন বিশেষজ্ঞরা। খবর আল-জাজিরার।

গত কয়েক মাস ধরেই বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার ছিল নিম্নমুখী। অনেক দেশই আবার কোভিডমুক্ত হয়ে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরেছে। তবে কিছুদিন ধরে ইউরোপে আবার বাড়ছে সংক্রমণের হার।

জার্মানিতে মঙ্গলবার (১১ অক্টোবর) প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে মৃত্যু হয়েছে প্রায় ২ শতাধিক মানুষের। এদিকে ফ্রান্সে বেড়েছে আক্রান্তের সংখ্যা। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, মঙ্গলবার শনাক্তের সংখ্যা ছিল প্রায় ১ লাখ।

আক্রান্ত বেড়েছে ইউরোপের দেশ ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও অস্ট্রিয়াতেও। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ২ অক্টোবর থেকে এ পর্যন্ত ইউরোপের কোনো কোনো দেশে করোনা শনাক্তের হার বেড়েছে ৮ শতাংশের বেশি।

ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় কোভিডের নতুন ঢেউ শুরুর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপীয় রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (ইসিডিসি)। বুধবার এক বিবৃতিতে ইসিডিসি জানায়, এক বছর আগের চেয়ে করোনা সংক্রমণ কম হলেও মহামারি এখনো শেষ হয়ে যায়নি।

ডব্লিউএইচও ও ইসিডিসি উল্লেখ করেছে, ইউরোপজুড়ে কোভিড-১৯ টিকা না নেয়া মানুষের সংখ্যা এখনও কয়েক লাখ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকা নিতে অনীহার কারণেই সংক্রমণ বাড়ছে। ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরুর আগে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর কর্তৃপক্ষের কাছে ফ্লু ও করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরুর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে যৌথ এক বিবৃতিতে ডব্লিউএইচও এবং ইসিডিসি ষাটোর্ধ্ব ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও ঝুঁকিতে থাকা অন্যদের ইনফ্লুয়েঞ্জা ও কোভিড টিকা নেয়ার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৯:৩৯:৪৫   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ