গাজীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাজীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২



---

গাজীপুরে শ্রীপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বরমী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দুজন মেম্বারসহ চারজন ওই সাংবাদিকের ওপর হামলা চালান। হামলার পর ওই সাংবাদিককে প্রায় ঘণ্টাখানেক ইউনিয়ন পরিষদের ভেতর অবরুদ্ধ করে রাখে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে (সাংবাদিক) উদ্ধার করে।

হামলার শিকার মো. মোজাহিদ (২৬) দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি। এ ঘটনায় গতকাল রাতে মো. মোজাহিদ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

মো. মোজাহিদ অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে উন্নয়নমূলক প্রকল্পের ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠায় একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। দুপুরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্তে যান। ওই সময় তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে বিভিন্ন লোকের বক্তব্য ভিডিও ধারণকালে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ইউপি মেম্বার মারুফ শেখ মোক্তার, হারুন-অর রশিদসহ সাইফুল তার ওপর হামলা চালান এবং তার সঙ্গে থাকা ২টি মোবাইল ফোনসহ একটি ব্যাগ নিয়ে যান তারা।

তবে অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেনকে কয়েকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানের বড় ভাই বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি সত্য নয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ৯:২৫:১০   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ