বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধের সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধের সুপারিশ
বুধবার, ১২ অক্টোবর ২০২২



---

ঢাকা, ১২ অক্টোবর, ২০২২ : একাদশ জাতীয় সংসদের ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৫তম বৈঠক আজ কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মোঃ আব্দুল আজিজ, শবনম জাহান এবং সৈয়দা রাশিদা বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সকল কর্মসূচি একই আমরেলাভুক্তকরণের বিষয়ে মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রম এবং তামাক/মাদকদ্রব্যের কুপ্রভাব থেকে মহিলা ও শিশুদের রক্ষায় মন্ত্রণালয়ের কার্যক্রম ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এর কুফল সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বিতর্ক (Debate) প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যৌন হয়রানি বন্ধ এবং তামাক/মাদকদ্রব্যের কুপ্রভাব থেকে মহিলা ও শিশুদের রক্ষার নিমিত্ত তামাক বিরোধী আন্দোলনের প্রচার প্রচারণা বৃদ্ধিকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, পথ শিশুদের অধিকার নিশ্চিতকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে প্রয়াত উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং শেখ এ্যানী রহমানের রুহের মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং প্রত্যেকের পরিবারের নিকট শোকবার্তা প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর ও সংস্থা প্রধানগণসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২২:১৬   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ