এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান দশম শ্রেণির সৃষ্টি

প্রথম পাতা » ছবি গ্যালারী » এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান দশম শ্রেণির সৃষ্টি
বুধবার, ১২ অক্টোবর ২০২২



---

জামালপুর সদর উপজেলা পরিষদে এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলো দশম শ্রেণির সৃষ্টি রানী দে। উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেছে প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান।

বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নেয় ওই স্কুলছাত্রী।

প্রতীকী চেয়ারম্যান স্কুলছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং সে ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক।

জানা গেছে, কন্যাশিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়।

পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যান কাছে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করা হয়।

প্রতীকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যান ওই স্কুলছাত্রীর সুপারিশগুলো আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারীবান্ধব উপজেলা পরিষদ ও নারীর সহিংসতা রোধে কাজ করব এবং স্কুলছাত্রীর সব সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ এর জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন।

জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, এক ঘণ্টার দায়িত্ব গ্রহণ করে নারী উন্নয়নে তার দেয়া সুপারিশগুলো বাস্তবায়নে উপজেলা পরিষদ কাজ করে যাবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫২   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ