ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রথম পাতা » খেলা » ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বুধবার, ১২ অক্টোবর ২০২২



---

স্ত্রীর করা মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবি করার অভিযোগ আনেন তার স্ত্রী।

স্ত্রী ইসরাত জাহানের করা এক সঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবিতে করা মামলায় গত ২৭ সেপ্টেম্বর আল আমিনকে জামিন দেন আদালত। এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন আল-আমিন। শুনানি শেষে বিচারক পাঁচ হাজার টাকা মুচলেকায় ৬ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে ১ সেপ্টেম্বর আল-আমিনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে ভিন্ন দুটি ধারায় মামলা করেন তার স্ত্রী ইসরাত জাহান। মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন।

ওই মামলায় এ ক্রিকেটার নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেয়ায় আদালত বুধবার (১২ অক্টোবর) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এদিকে গত ৬ অক্টোবর আল আমিন জানান, স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন তিনি। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি এবং অনৈতিক কার্যকলাপের কারণে গত ২৫ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছেন বলে আদালতে দেয়া লিখিত জবাবে জানিয়েছেন আল আমিন।

বাংলাদেশ সময়: ১১:৩২:৩২   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ