ভারতের বিশ্বজয়ী কোচকে দলে টানল নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলা » ভারতের বিশ্বজয়ী কোচকে দলে টানল নেদারল্যান্ডস
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২



---

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। তার ঠিক আগে বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে কোচিং স্টাফে যুক্ত করল নেদারল্যান্ডস। শুধু তাকেই নয়, অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানকেও টেনেছে ডাচরা। দু’জনের ভূমিকাই অবশ্য খুব বেশি দীর্ঘ নয়। স্বল্পমেয়াদী চুক্তিতে দু’জনকে করেছে দলে ভিড়িয়েছে নেদারল্যান্ডস।

২০১১ সালে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার অভিজ্ঞতা আছে ক্রিশ্চিয়ানের। দু’জনকে দলে ভেড়ানোর বিষয়ে কেএনসিবি হাই পারফরম্যান্স ম্যানেজার রোল্যান্ড লেফেব্রে বলেছেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কোচিং স্টাফ গ্যারি কার্স্টেন এবং ড্যান ক্রিশ্চিয়ান দু’জনকেই স্বাগত জানাতে পেরে বেশ আনন্দিত। তারা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আসবেন, যা বিশ্বকাপের আগে এবং চলাকালে দলকে অনেক সাহায্য করবে।’

কারস্টেন জানান, তার এই ভূমিকা অবশ্য পরামর্শকের। এই দলে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরামর্শক হিসেবে তাদের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি। ক্যাম্প চলাকালীন দক্ষতা ও পেশাদারিত্বের মাত্রা দেখে আমি মুগ্ধ হয়েছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় প্রভাব ফেলতে তারা প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ।’

গ্যারি কার্স্টেনকে কোনো দলের প্রধান কোচ হিসেবে তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেছে। ২০০৯ ও ২০১০ সালে ভারতের হয়ে ও ২০১২ সালে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন তিনি। যদিও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও খেলতে পারেনি তার দল।

তবে আইপিএল ক্যারিয়ারে তার সাফল্য বেশ। চলতি বছর গুজরাট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। অভিষেক মৌসুমেই তার দল জিতেছে আইপিএল শিরোপা।

ওদিকে ড্যান ক্রিশ্চিয়ান অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০১০, ২০১২ এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। গেল বছর যখন তার দল চ্যাম্পিয়ন হয়, তখন তিনি রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলের অংশ ছিলেন।

ডাচ দলে যোগ দিয়ে তিনি বলেন, ‘আমি বেশ কয়েক সপ্তাহ ধরে ছেলেদের সঙ্গে পরিচিত হয়েছি এবং অনুশীলনে প্রত্যেকের কাজের নীতিতে আমি অত্যন্ত প্রভাবিত হয়েছি। আমি তাদের দেখার অপেক্ষায় আছি।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে দলটিকে। ‘এ’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া এবং শ্রীলঙ্কাকে গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে দলটি। ১৬ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ডাচরা। এরপর ১৮ এবং ২০ অক্টোবর যথাক্রমে নামিবিয়া এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে দলটি। গ্রুপ পর্বে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সুপার টুয়েলভে। বিশ্বকাপের শেষ ১২’র খেলা শুরু হবে আগামী ২১ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১২:৪৯:৫৬   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ