কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনার সভাপতি-সম্পাদক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনার সভাপতি-সম্পাদক গ্রেফতার
সোমবার, ১০ অক্টোবর ২০২২



---

কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সাধারণ সম্পাদককে মিরপুর এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

সোমবার (১০ অক্টোবর) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে গ্রেফতোরের বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাকির হোসেন (৫৪) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান (৪২)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড একটি বেসরকারি প্রতিষ্ঠান। মিরপুরে আনুমানিক চার হাজার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীদের প্রায় শতাধিক কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় প্রায় চার হাজার গ্রাহক তাদের জমাকৃত টাকা ফেরত পেতে ৯ অক্টোবর প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, উচ্চ মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সঞ্চয়ী প্রকল্প, ডিপিএস, এফডিআর, পেনশন পলিসি, প্রজেক্ট, ফ্ল্যাট, ডায়াগনস্টিক, স্কুল, হোটেল ইত্যাদি দেখিয়ে তাদের কাছে থেকে লাখে প্রতি মাসে ১ থেকে ৩ হাজার টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। প্রথমে কিছুদিন ঠিকঠাক মতো লভ্যাংশ দিলেও পরে আর কোন লভ্যাংশ তো দিচ্ছেই না বরং মেয়াদ পূর্ণ হলেও আসল টাকা দিতেই নানা তালবাহানা শুরু করে।

তারা জানান, এর প্রেক্ষিতে ৫৬০ জন প্রতারিত ভুক্তভোগী চেতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর কাছে আনুমানিক ২০/২৫ কোটি টাকা পাবে মর্মে র‍্যাব-৪ বরাবর লিখিত অভিযোগ দেয়। এসব অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩:১২:৩৪   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ