মহানবীর হাতে তৈরি দুনিয়ার প্রথম মসজিদের সত্য কাহিনি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহানবীর হাতে তৈরি দুনিয়ার প্রথম মসজিদের সত্য কাহিনি
রবিবার, ৯ অক্টোবর ২০২২



---

মুসলিমদের নামাজ পড়ার পবিত্র স্থান মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। ইসলামের প্রসার ও প্রচারে দিনে দিনে বাড়ছে মুসলিমের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মসজিদও। কিন্তু সারা বিশ্বে মসজিদের প্রকৃত সংখ্যা কতটি? অথবা বিশ্বের সর্বপ্রথম মসজিদ কোনটি এবং সেই মসজিদ নির্মাণের পেছনের গল্পই-বা কী?

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের অভিমুখে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছিলেন, তার নাম ‘মসজিদে কুবা’। ‘মসজিদে নববি’ থেকে এর দূরত্ব মাত্র ৩.২৫ কিলোমিটার। হিজরতের পর মহানবী মদিনায় কাটিয়েছেন প্রায় ১০ বছর। এ সময় তিনি কখনো হেঁটে, কখনো আবার উটে আরোহণ করে কুবা মসজিদে যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন।

‘কুবা’ মূলত একটি কূপের নাম। এই কূপকে কেন্দ্র করে যে বসতি গড়ে উঠেছে তাকে কুবা মহল্লা বলা হয়। আর এই যোগসূত্রে মসজিদের নামকরণ হয় ‘মসজিদে কুবা’। এ সম্পর্কে ইবনে আবি খাইসামা উল্লেখ করেছেন, কিবলার দিকে এর ভিত্তি স্থাপনের প্রথম পাথরটি মহানবী নিজের হাতে রাখেন। এরপর একে একে পাথর স্থাপন করেন হজরত আবু বকর (রা.) ও হজরত ওমর (রা.)। পরবর্তী সময়ে যৌথভাবে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। মহানবীর নবুয়ত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ, যার ভিত্তি তাকওয়ার ওপর স্থাপিত। এ বিষয়ে পবিত্র কোরআনের ‘সুরা তওবায়’ বিশদ বর্ণনা রয়েছে।

ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ( রা.) তার খিলাফতকালে ‘মসজিদে কুবা’ সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। সবশেষ মসজিদটি পুনর্নির্মাণ করা হয় ১৯৮৬ সালে। এ ছাড়া মসজিদটি নির্মাণে একধরনের দুর্লভ সাদা পাথর ব্যবহার করা হয়েছে।

এদিকে পবিত্র কোরআনে দুই ধরনের মসজিদের কথা রয়েছে। তার মধ্যে তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির ওপর স্থাপিত মসজিদ বলতে ‘মসজিদে কুবা’ ও ‘মসজিদে নববিকে’ বোঝানো হয়েছে। পবিত্র হজ ও ওমরা পালনকালে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে কুবায় নফল নামাজ আদায় করে থাকেন।

বর্তমানে মসজিদটিতে রয়েছে চারটি উঁচু মিনার, ছাদে ১টি বড় গম্বুজ এবং ৫টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ । এ ছাড়া নারী ও পুরুষের আলাদা প্রবেশপথ, নামাজ ও অজুর জায়গা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকাজও বেশ মনোমুগ্ধকর। আছে পবিত্র জমজম কূপের পানি পানের সুব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:৪০   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ