ব্রাজিলিয়ানের গোলে আবারও শীর্ষে রিয়াল

প্রথম পাতা » খেলা » ব্রাজিলিয়ানের গোলে আবারও শীর্ষে রিয়াল
রবিবার, ৯ অক্টোবর ২০২২



---

এক ম্যাচ পরই জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। গেতাফের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের জয়টা এসেছে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাওয়ের গোলে। তাতে হাতছাড়া হওয়া শীর্ষস্থানটা বার্সেলোনার কাছ থেকে আবারও ছিনিয়ে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

স্থানীয় প্রতিদ্বন্দ্বী গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল শুরুতেই। কলিসিয়াম আলফনসো পেরেজে ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার পায় দলটি। লুকা মড্রিচের নেওয়া কর্নারে মিলিতাওয়ের দারুণ এক হেডার গিয়ে আছড়ে পরে গেতাফের জালে।

রিয়াল অবশ্য আরও এক বার প্রতিপক্ষের জালে বল জড়ায়। বিরতির ঠিক পরে গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার মাথার ওপর দিয়ে বল জালে পাঠান রদ্রিগো গোয়েজ। তবে অফসাইডের কাটায় তা বাতিল হয়।

এর আগে প্রথমার্ধে একটা পেনাল্টিও পেয়েছিল দলটি। ভিনিসিয়াস জুনিয়রকে নিজেদের বিপদসীমায় ফাউল করে বসেন স্বাগতিক গোলরক্ষক লুইস মিইয়া। তবে ভিএআরে দেখা যায়, এর ঠিক আগে টাচলাইনের বাইরে চলে গিয়েছিল বল, তবে ভিনি খেলা চালিয়ে গিয়ে ঢুকেছিলেন প্রতিপক্ষ বক্সে, যার ফলে সে পেনাল্টিটা বাতিল হয়, গোলের সুযোগ হারায় রিয়াল।

গেতাফেও অবশ্য সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। ফ্যাব্রিজিও আনিয়েরির বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই বোরহা মায়োরাল পেয়ে যেতেন গোলটা, ম্যাচে সমতাও ফেরাতে পারত স্বাগতিকরা। সেটা হয়নি, পুরো ম্যাচেও আর সে সুযোগটা পায়নি দলটি। ফলে ১-০ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে রিয়াল বার্সেলোনা থেকে ৩ পয়েন্টে এগিয়ে চলে গেছে লা লিগার শীর্ষে। বার্সেলোনা অবশ্য ম্যাচ খেলেছে একটি কম। আজ রোববার রাতে সেল্টা ভিগোকে হারাতে পারলেই গোল ব্যবধানে এগিয়ে আবারও শীর্ষস্থানে চলে আসবে কোচ জাভি হার্নান্দেজের দল।

বাংলাদেশ সময়: ১১:২১:১৮   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ