ফিরছেন টেইলর সুইফট

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফিরছেন টেইলর সুইফট
রবিবার, ৯ অক্টোবর ২০২২



---

আধুনিক পপ মিউজিকে অন্যতম পরিচিত এক নাম টেইলর সুইফট। মার্কিন এ গায়িকা খুব অল্প সময়ের মধ্যেই পপ সংগীত সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শুধু ভোকাল নয়; বরং তিনি গানও লেখেন এবং একই সঙ্গে গিটার, পিয়ানো, ইউকুলেলে ও ব্যাঞ্জর মতো বাদ্যযন্ত্র বাজাতে সক্ষম। গ্রামি বিজয়ী এই গায়িকা ৬ অক্টোবর আসন্ন অ্যালবাম ‘মিডনাইটস’-এর ট্র্যাকলিস্ট প্রকাশ করেছেন।

সুইফট তার ভক্তদের বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত জাগিয়ে রাখেন এবং ঘণ্টায় ঘণ্টায় টিকটকে নতুন অ্যালবামের গানগুলোর নাম প্রকাশ করেন, যা আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। তার এই অ্যালবামে মোট ১৩টি গান রয়েছে।

সম্প্রতি এক ভিডিওতে এই সুপারস্টার বলেছিলেন, আসন্ন অ্যালবামের ‘অ্যান্টি-হিরো’ তার একটি প্রিয় গান। গানটি তিনি নিজেই লিখেছেন। গানটিতে তিনি তার নিরাপত্তাহীনতা এবং অনিয়ন্ত্রিত জীবনের সঙ্গে তার সংগ্রামের গভীর অনুসন্ধান প্রকাশ করেছেন।

৩২ বছর বয়সী গ্লোবাল এই আইকন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরস্কার গ্রহণের সময় আগস্টে ‘মিডনাইটস’ আনার ঘোষণা করেছিলেন। এর আগে ২০২০ সালে তার অ্যালবাম ‘ফোকলোর’ এবং এর ফলোআপ ‘এভারমোর’ মুক্তি দেন মাত্র পাঁচ মাসের ব্যবধানে।

টেইলর সুইফট মাত্র ২০ বছর বয়সে গ্রামি অ্যাওয়ার্ড লাভ করেন। এত কম বয়সে টেইলর সুইফটই একমাত্র গ্রামি লাভ করেন। এ ছাড়া ২০১১ সালে টেইলর বিলবোর্ডের ওম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং এর পরের বছর তৎকালীন ফার্স্ট লেডি মিশেল ওবামা টেইলরের সহযোগিতার মনোভাবের জন্য তাকে ‘বিগ হেল্প অ্যাওয়ার্ডে’ ভূষিত করেন।

বাংলাদেশ সময়: ১১:০৬:১৪   ১৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ