জেলায় প্রথম মেয়ে ব্যারিস্টার হলেন সরিষাবাড়ীর আফিয়া আনজুম ফারিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলায় প্রথম মেয়ে ব্যারিস্টার হলেন সরিষাবাড়ীর আফিয়া আনজুম ফারিন
শনিবার, ৮ অক্টোবর ২০২২



---

জামালপুর জেলায় এই প্রথম মেয়ে ব্যারিস্টার হলেন সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারের মেয়ে আফিয়া আনজুম ফারিন। তিনি ইংল্যান্ডে লিঙ্কনস ইন থেকে কৃতিত্বের সাথে বার এট ল (ব্যারিস্টার) সম্পন্ন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আফিয়া আনজুম ফারিন এর বাবা হুমায়ুন কবির তালুকদার ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরন ও সরবরাহ ও লাইন ডাইরেক্টর পি এস এস এম এফ পি) ও মা নাজমা পারভীন সরিষাবাড়ী সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক। তাদের দুই সন্তানের মধ্যে ফারিন ই বড়।

ব্যারিস্টার ফারিনের পড়ালেখার হাতে খড়ি শুরু হয় সরিষাবাড়ী কাব্যকথা মাল্টিমিডিয়া থেকে । পরে রুদ্র বয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করে ৫ম শ্রেণি পাশ করেন।

এরপর লাভলু সরকারের তত্বাবধানে ইউরিকা
কিন্ডার গার্ডেন এন্ড ক্যাডেট কোচিং এ ভর্তি হয়ে পড়ালেখা করে সাফল্যের সহিত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে ভর্তি হন।

তিনি অষ্টম শ্রেনীতেও ট্যালেন্টপুলে বৃত্তি পান। ২০১৪ সালে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি ও ১৬ সালে জিপিএ ৫ পেয়ে এইচ.এস.সি পাশ করেন।

এরপর ইংল্যান্ডের বিপিপি ইউনিভার্সিটি থেকে ডিন একাডেমিক স্কলারসিভ নিয়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন এবং পরবর্তীতে ইংলান্ডের বিখ্যাত সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার এট ল সম্পন্ন করে লিঙ্কনস ইন এর ব্যারিস্টার হন।

তাঁর এ সফলতার বিষয়ে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, এটা আমাদের পোগলদিঘা ইউনিয়নের তথা সারা জামালপুর জেলার গর্ব। পোগলদিঘা ইউনিয়নের মেয়ের ব্যারিস্টার অর্জনে আমি চেয়ারম্যান হিসেবে অত্যন্ত খুশী ও গর্ববোধ করছি।

আমি ব্যারিস্টার আফিয়া আনজুম ফারিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর সাথে তার সর্বাঙ্গিনী জীবনের উত্তোরত্তর সাফল্য-সমৃদ্ধি কামনা করছি।

বাংলাদেশ সময়: ২২:৫০:২১   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ