জ্বালানি বাবদ বাড়তি খরচ গুনছে কারখানাগুলো

প্রথম পাতা » অর্থনীতি » জ্বালানি বাবদ বাড়তি খরচ গুনছে কারখানাগুলো
শনিবার, ৮ অক্টোবর ২০২২



---

কয়েক মাস ধরে তৈরি পোশাক শিল্পে চলছে বিদ্যুতের লুকোচুরি খেলা। আর যেন পালিয়ে বেড়াচ্ছে গ্যাস। এতে কারখানা মালিকদের জ্বালানি বাবদ সাতগুণ পর্যন্ত বাড়তি খরচ করতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, বাড়তি ব্যয়ের চাপ কাঁধে নিয়ে কোনোভাবেই শিল্পোৎপাদন ঠিক রাখা সম্ভব নয়। এছাড়া সময়মতো শিপমেন্ট দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

শনিবার (৮ অক্টোবর) সকালে একটি কারখানায় কাজ শুরু হতে না হতেই চলে যায় বিদ্যুৎ। ১০ সেকেন্ডের মধ্যে অবশ্য চলেও আসে, তবে তা ডিজেলচালিত জেনারেটরে ভর করে।

এ বিষয়ে কারখানার এক কর্মকর্তা বলেন, ‘আমাদের এখানে ঘনঘন লোডশেডিং হয়। যার কারণে আমাদের উৎপাদনের ব্যাপক ক্ষতি হয়। আমরা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না। তাছাড়া এখানে যারা কাজ করেন, তারাও কাজে মনোযোগ দিতে পারেন না।’

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুরের ভোগরা এলাকার একটি পোশাক কারখানায় ১৬ থেকে ৩০ মিনিট বিরতিতে বিদ্যুৎ যাওয়া-আসা করে।

লোডশেডিংয়ের কবল থেকে বাঁচিয়ে উৎপাদন সচল রাখতে ডিজেলচালিত জেনারেটর চালাতে হচ্ছে। এমন দুঃসময়ে আবার চাপ না থাকায় কোনো কাজে আসছে না গ্যাসও।

মোটামুটি বড় আকারের এ কারখানার ডিজেল খরচের হিসাব বলছে, আগে সাধারণত মাসে ৮০০ লিটার ডিজেল হলেই হয়ে যেত। অথচ তিন মাস ধরে গড়ে লাগছে প্রায় ৪০০০ হাজার লিটার করে।

এ বিষয়ে কারখানাটির মালিক বলেন, ‘আগের ৮০০ থেকে ১ হাজার লিটার ডিজেল দরকার হতো। তবে এখন লোডশেডিংয়ের কারণে সেটি ৪ হাজারে চলে গেছে। এতে আমাদের খরচও অনেক বেড়ে গেছে। গত তিন মাসে আমাদের গড়ে ১০ লাখ টাকার তেল কিনতে হয়েছে।’

একে তো দরকার হচ্ছে কয়েক গুণ বেশি ডিজেল, তেমনি আবার বর্তমানে দামও গুনতে হচ্ছে আগের চেয়ে বেশি। এতে চুক্তিমতো রফতানি করতে গিয়ে চাপে পড়ছেন শিল্পমালিকরা। একই অবস্থা এ এলাকার সব কারখানায়।

শিল্পপ্রতিষ্ঠানে এমন ঘনঘন লোডশেডিংয়ে একদিকে যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে উৎপাদন ব্যয় বাড়ছে। কয়েক মাস ধরে লোডশেডিংয়ের এমন বিড়ম্বনা পোহানো শিল্প মালিকরা বলছেন, এভাবে যদি চলতেই থাকে, তাহলে দিনশেষে তাদের অনেক বড় অঙ্কের মাশুল গুনতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫৫   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাজারে শীতের সবজি থাকলেও নাগালে নেই
রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই কমলো এলপি গ্যাসের দাম
২০২২ সালের সালতামামিতে বিশ্ব অর্থনীতি
চাহিদামতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়েছে ভারত
রংপুরে আরএফএল গ্রুপের বাইসাইকেল কারখানার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
জাপানের সঙ্গে এফটিএর যৌথ সমীক্ষা শুরু
নিয়মিত ভ্যাট প্রদানকারীদের হয়রানি করা বন্ধ করুন
রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
উদ্যোক্তা রাজিয়া সুলতানার তৈরি পাটজাত পণ্য রফতানি হচ্ছে বিদেশে

আর্কাইভ