রিপনকে নির্বাচিত করলে সব সমস্যার সমাধান হবে : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » রিপনকে নির্বাচিত করলে সব সমস্যার সমাধান হবে : নানক
শনিবার, ৮ অক্টোবর ২০২২



---

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ফুলছড়ি-সাঘাটার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনকে আগামী ১২ অক্টোবরের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। রিপনকে নির্বাচিত করতে পারলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলাকে চিরতরে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এছাড়া ব্রিজ-কালভার্ট, রাস্তা-ঘাট, স্কুল-কলেজসহ যত সমস্যা আছে সব সমাধান করা সম্ভব হবে।

শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপনের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, আপনারা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে যেভাবে নির্বাচিত করেছিলেন, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন একজন সৎ ও আদর্শবান মানুষ। যেহেতু সাঘাটা-ফুলছড়ির মানুষ বেঈমান নয়, তাই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, উন্নয়নের অগ্রযাত্রার প্রতীক হচ্ছে নৌকা। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা ভেদাভেদ ভুলে নৌকায় দেবেন।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, রেজোয়ানুল হক চৌধুরী শোভন, গাইবান্ধা-৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক জামিল হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্দি মণ্ডল প্রমুখ।

এছাড়াও গাইবান্ধা জেলা মহিলা লীগের সভাপতি লুদমিলা পারভিন ছন্দা, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রাজীব, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪৪   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ