মুশফিক-রিয়াদকে নিয়ে মুখ খুললেন তামিম

প্রথম পাতা » বিবিধ » মুশফিক-রিয়াদকে নিয়ে মুখ খুললেন তামিম
শনিবার, ৮ অক্টোবর ২০২২



---

এবারের বিশ্বকাপে কেবল সাকিব আল হাসান বাদে অভিজ্ঞ খেলোয়াড়ের কেউই নেই বলতে গেলে। এশিয়া কাপের পর গত মাসে টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন মুশফিকুর রহিম। আর মাহমুদউল্লাহকে আসন্ন এশিয়া কাপের দলে যায়গাই দেননি নতুন কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাক বলেছেন, মুশফিক এবং রিয়াদ বিশ্বকাপ দলে থাকলে ভালো হতো।

শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দীর্ঘদিন পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম ইকবাল। সেখানে কথা বলার এক পর্যায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের স্কোয়াড নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। জানালেন বিশ্বকাপের আগে সিনিয়র ক্রিকেটারদের কেন বাদ দেয়া হলো।

সিনিয়র ক্রিকেটারদের প্রশ্নে তামিম বলেন, ‘দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক-রিয়াদ তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাহমুদউল্লাহর নেতৃত্বেই খেলেছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপে ভরাডুবির পরও রিয়াদের ওপরই ভরসা রেখেছিল বোর্ড। তবে গত মাসে অনুষ্ঠিত এশিয়া কাপের আগে অধিনায়ক থেকে সরিয়ে দেয়া হয় তাকে। এরপর তো দল থেকেই বাদ পড়লেন তিনি।

তামিমও প্রশ্ন তুলছেন এই বিষয় নিয়েই। তামিম বলেন, ‘যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন বাদ দেয়া হলো? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’

এদিকে আপাতত ওয়ানডে বা টেস্ট ক্রিকেটের ব্যস্ততা না থাকায় তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম খেলবেন এবারের ২৪তম জাতীয় ক্রিকেট লিগে। এছাড়া জানা গেছে মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন না ঘরোয়া এই লিগেও। বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরের সময়ই শুরু হচ্ছে এবারের জাতীয় লিগ। সবকিছু ঠিক থাকলে দেশের ৪ প্রধান ক্রিকেট ভেন্যু শের-ই-বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনা শহীদ শেখ আবু নাসের এবং রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে জাতীয় লিগ।

বাংলাদেশ সময়: ৯:৪১:৫৭   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিবিধ’র আরও খবর


মুশফিক-রিয়াদকে নিয়ে মুখ খুললেন তামিম
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি স্কুলছাত্র নিহত
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে বাজার ঘুরে দাঁড়াচ্ছে: বাহা উদ্দিন নাছিম

আর্কাইভ