গৃহবধূকে ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহবধূকে ধর্ষণ মামলায় এসআই গ্রেপ্তার
শুক্রবার, ৭ অক্টোবর ২০২২



---

নীলফামারীর ডোমারে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মহাবীর ব্যানার্জি নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বিকেল ৩টার দিকে ডোমার থানায় ধর্ষণ অভিযোগে মামলা করেন উপজেলার চিকনমাটি এলাকার ভুক্তভোগী এক গৃহবধূ। অভিযুক্ত মহাবীর ব্যানার্জি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা র‍্যাবে কর্মরত। এর আগে তিনি ডোমার থানায় কর্মরত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে এক বছর আগে স্বামীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই গৃহবধূ। বিষয়টি তদন্তের দায়িত্ব পান ডোমার থানার এসআই মহাবীর।

তদন্তের সুবাদে তাদের মধ্যে যোগাযোগ ও সুসম্পর্ক হয়। ছয় মাস আগে ডোমার থানা থেকে বদলি হলেও মোবাইলে তাদের যোগাযোগ অব্যাহত ছিল। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত বুধবার (০৫ অক্টোবর) রাতে ওই নারীকে ধর্ষণ করেন মহাবীর। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাকে আটক করে। ভুক্তভোগী গৃহবধূ জানান, এর আগেও গত ২৮ সেপ্টেম্বর রাতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন মহাবীর। বুধবার রাতের ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য বিচারে বসা হয়েছিল। কিন্তু মহাবীর বিয়েতে রাজি হননি। এ কারণে ওই গৃহবধূ থানায় মামলা করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কথাবার্তায় মনে হয়েছে- তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। পরে কোনো অভিভাবক না আসায় তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আসামি মহাবীরকে হাজির করা হলে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:১০   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ