শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার সম্পাদক হলেন বেরোবি শিক্ষক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার সম্পাদক হলেন বেরোবি শিক্ষক
শুক্রবার, ৭ অক্টোবর ২০২২



---

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির সহ-সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী।

দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতির কার্যকরী সদস্যদের অংশগ্রহণে ২০২২-২৩ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সংগঠনটির নতুন কমিটির ফল প্রকাশ করা হয় এবং নির্বাচিত নেতারা দায়িত্ব গ্রহণ করেন। গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাইয়েদুজ্জামান। নতুন কমিটিতে নির্বাচিত সভাপতি শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূইয়া। সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নবনির্বাচিত প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সাব্বীর আহমেদ চৌধুরী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটি পালনে সকলের সহযোগীতা কামনা করছি।

ফেডারেশন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভূমিকা পালন করে যাবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সাব্বীর আহমেদ চৌধুরী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। এদিকে, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৩৮   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ