ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা

প্রথম পাতা » আইসিটি » ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও বিজ্ঞান বিষয়ক উপ সম্পাদক খন্দকার হাবীব আহ্সানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আওয়ামীলীগ দীর্ঘ একুশ বছর পর দেশের ক্ষমতায় আসার ক্ষেত্রে ছাত্রলীগের অবদান সবচেয়ে বেশি। ছাত্রলীগের নেতাকর্মীরা নিজের পরিচয় গোপন রেখে উচ্চশিক্ষা গ্রহণ করে বঙ্গবন্ধুর প্রতিশোধের ক্ষোভ থেকে দেশের গুরুত্বপূর্ণ জায়গা দখলে নিতে সক্ষম হয়।

তাই এই সরকার তার চিরচেনা রূপে এদেশের শাসনক্ষমতায় ফিরে আসতে সক্ষম হয়েছে। যার কারণে দেশের আদর্শিক জায়গাকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত সাংবিধানিক মূলনীতি ও আদর্শ চর্চার ক্ষেত্রে দেশের সর্বস্তরের শিক্ষার্থী ও ছাত্রলীগের শিক্ষার্থীরা যদি এগিয়ে আসি তাহলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার আমরা করতে পারব।

সভাপতির বক্তব্যে আল নাহিয়ান খান জয় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই নেতৃত্বকে শক্তিশালী করার জন্য ছাত্রলীগ পরিচালিত হয়। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার হিসেবে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। তিনি তার পিতার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে সদা তৎপর। আর তাঁর পরিকল্পনাকে আরও শক্তিশালী করার জন্য ছাত্রলীগ সবসময় প্রস্তুত।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা আয়োজন করায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খন্দকার হাবীব আহসান বলেন, আজ এই কর্মসূচি করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য-উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার প্রয়াস। তারই নেতৃত্বে বাংলাদেশ উন্নতির শিকড় ধরে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দেশের উন্নয়নের জন্য এবং দেশের জনকল্যানে পাশে থাকে।

এসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনলাইন উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি প্রযুক্তির উপর বিভিন্ন স্লাইড প্রেজেন্টেশন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপস্থিত বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইসিটি’র আরও খবর


বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
সৌর তরঙ্গ বিচ্ছুরণরত সূর্যের বিরল ছবি প্রকাশ করল নাসা
বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সংস্কৃতির অদম্য শক্তি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে : মোস্তাফা জব্বার
আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে : পলক
প্রযুক্তি বাণিজ্যে বৈচিত্র্য আনতে চাই : আইসিটি প্রতিমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য -টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত রয়েছে - পলক
তৃণমূলে থাকা তারুণ্যের শক্তি দেখালো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড
পঞ্চম শিল্প বিপ্লবেও আমরা নেতৃত্ব দেবো : টেলিযোগাযোগ মন্ত্রী
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি : পলক

আর্কাইভ