ধরলা নদীর চরাঞ্চলে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধরলা নদীর চরাঞ্চলে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



---

ধরলা নদীর চরাঞ্চলে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল কুরিগ্রামের নদীর চরাঞ্চলে শুভ্রতা ছড়াচ্ছে কাশফুল। এর মধ্যে ফুলবাড়ী উপজেলা শহরের পশ্চিম দিকে তিন কিলোমিটার দূরত্বে শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু বা ফুলবাড়ী সেতুর পশ্চিম পাড়ের ধরলা নদীর চরে বিশাল বিশাল কয়েকটি কাশবন তার ফুলের শুভ্রতা ছড়াচ্ছে অবিরাম। এসব কাশবনে চোখ রাখলেই দেখা মিলছে কাশফুলের মন কাড়া শুভ্রতা। কাশবনে ফোটা কাশফুলের দিকে তাকালেই সাদা কাশফুলের শুভ্রতা চোখে চিকচিক করে।

চোখ জুড়ানো কাশফুলের শুভ্রতা ভ্রমণ পিপাসু মানুষের নজর কাড়ছে। ফলে কাশফুলের শুভ্রতা ও ফুলের নরম ছোঁয়া নিতে দূর-দূরান্তের ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটছেন ধরলা নদীর চরে। এখানে প্রতিদিনেই ভ্রমণ পিপাসুদের ভিড় বাড়ছে। শিশু, কিশোরসহ সব বয়সী মানুষের পদভারে মুখরিত হয়ে পড়েছে এখানকার চরাঞ্চল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই কাশবনে করা হচ্ছে শিক্ষা ভ্রমণ। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ছুটে আসছেন কাশবনে। কেউ কেউ গান ও কবিতা পরিবেশন করছেন এখানে। বেশির ভাগেই ভ্রমণ পিপাসু তার নিজের ছবি কাশফুলের সঙ্গে ক্যামেরাবন্দী করছেন।

হিন্দু ধর্মালম্বীদের দূর্গোসবের ছুটিতে এখানকার কাশবনে সৌখিন ও ভ্রমণ পিপাসু মানুষের ভিড় বাড়ছে। ওপরে ৯৫০ মিটার দৈর্ঘ্যের শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু বা ফুলবাড়ী সেতুর মনোরম দৃশ্য। নিচে চরাঞ্চলের বিশাল বিশাল কাশবনের শুভ্রতা এ দুইটি দেখার জন্যেই মানূষজন ছুটে আসছেন। ফুলবাড়ীতে ধরলা নদীর চরাঞ্চলে বেশ কযেকটি বড়্ড় কাশবন থাকলেও ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরে কাশবনের জমির পরিমান রেকর্ড করা হচ্ছেনা। কাশবন ছায়াবাদের মধ্যে না পড়ায় এসবের জমির পরিমাণ রেকর্ড করা হচ্ছেনা বলে জানান ফুলবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম।

শিক্ষা সফরে আসা ফুলবাড়ী সদর ইউপির পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী শাওন আহমেদ জানান, আমরা শিক্ষা সফরে এসে ধরলা নদীর চরে শোভাসিত কাশবনের ফুলের শুভ্রতা দেখে মুগ্ধ হয়েছি। মনের আনন্দে গান গেয়েছি, কবিতা আবৃতি করেছি, ছবি উঠেছি।

অপর শিক্ষার্থী সাখাওয়াত হোসেন জানান, কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী হিসেবে ক্লাবের স্যারদের আমন্ত্রণে চরাঞ্চলের কাশবনে শিক্ষা সফরে কাশফুলের শুভ্রতায মুগ্ধ হয়েছি। এখানে কাশফুল নিয়ে লেখা একটি কবিতা ‘ফুলবাড়ীর ফুল’ আবৃতি করেছি। এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।

---

শিক্ষার্থী পুষ্পাজ্ঞলি রায় জানান, আমরা শিক্ষা সফরে এসে কাশফুলের শুভ্রতা দেখে মুগ্ধ হয়েছি। এনজয় করেছি। যারা এখানে আসতে পারেনি তারা বড় একটা জিনিস মিস করবে। আমার এ সফর চির স্মরণীয় হয়ে থাকবে।

শিক্ষার্থী ঋতু পারভীন জানান, আমরা শিক্ষা সফরে কাশবন দেখতে এসে কাছ থেকে কাশফুলের সৌন্দর্য উপভোগ করেছি। কাশফুল গাছ ছিড়ে নিয়ে উপভোগ করেছি কাশফুলের নরম ছোঁয়া। কিশোর-কিশোরী ক্লাবের আবার কোনো শিক্ষা সফরের আয়োজন করলে আমরা এই কাশবরেন আসবো।

সূদুর লালমনিরহাট থেকে স্ব-পরিবারের আসা ইসরাইল হোসেন জানান, ফুলবাড়ী ধরলা নদীর চরাঞ্চলে ফোটা কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার পরিবারের সদস্যদের নিয়ে এসেছি। খুব ভালো লেগেছে।

এক কৃষক জানান, চরাঞ্চলের একটি অর্থকরী জিনিস হচ্ছে কাশবন। কাশফুল ছড়ে পড়ে গেলে কাশ খড়ের মূল্য বেড়ে যায়। এই কাশ খড় থেকে ঘরের বেড়া, ঝাড়ু ও বানের জাংগলা তৈরির কাজে লাগে। একারণে এখানকার কাশের খড় আঁটি বেঁধে বিক্রি হয় চড়া দামে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম পাড়ের চরাঞ্চলে কাশবন দেখা যাচ্ছে। এর ফুলের সৌন্দর্য উপভোগ করার মতো। কাশবন চাষ ছাড়াই প্রাকৃতিভাবে সৃষ্টি হয়।

তিনি আরো জানান, কাশের শিকড় থেকেই এক বছর পর কাশ জন্মায়। এসব কাশের খড় থেকে ঘরের বেড়া ও ঝাড়ু তৈরি হয়। এসব বিক্রি করে অনেকে উর্পাজন করছেন।

বাংলাদেশ সময়: ১৫:২২:৩৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ