বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



---

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উদঘাটনে গঠিত দুইটি তদন্ত কমিটি কাজ করছে। প্রকৃত কারণ উদঘাটনে কিছুটা সময় লাগছে। আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় গ্রিডে বিপর্যয়ের বিষয়ে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল ত্রুটি রয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, ঘোড়াশাল থেকেই এ বিপর্যয় ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বিপর্যয় রোধে জাতীয় গ্রিডকে দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিডে পরিণত করার কাজ চলছে। এখন অটোমেশনে যেতে হবে।

জাতীয় গ্রিডে বিপর্যয় হলেও গ্রিড সিস্টেমে কোনো ড্যামেজ হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। এ ধরনের কারিগরি ত্রুটি ঘটতেই পারে। ভবিষ্যতের জন্য এ ঘটনা সতর্কবাণী হিসেবে কাজ করবে।

তবে বিএনপি নেতাদের মন্তব্যে আশঙ্কা বাড়ছে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, এ রকম ঘটনা আরও ঘটবে বলে বিএনপি নেতারা যে মন্তব্য করেছেন, তাতে নাশকতার আশঙ্কা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতারা সমালোচনা করলেও তাদের আমলে ১৫-১৬ ঘণ্টা লোডশেডিং হতো।

পিজিসিবি’র যে পরিমাণ অগ্রগতি হওয়ার কথা ছিল সেটি হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পিজিসিবিকে আরও আধুনিক মানের করার প্রয়োজন রয়েছে। এ জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫১:০০   ৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ