দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের দারুণ জয়

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুই ব্রাজিলিয়ানের গোলে রিয়ালের দারুণ জয়
বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২



---

ইনজুরি থেকে ফিরে জ্বলে উঠতে পারছেন না করিম বেনজেমা। তবে রিয়ালের চিন্তার কারণ নেই। কারণ দলে যে আছেন ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো দুই তরুণ ব্রাজিলিয়ান। এ দুজনের গোলেই শাখতার ডোনেকসকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। বল দখল থেকে শুরু করে শট নেয়া, গোল পোস্টে অন শট করাতেও শাখতার থেকে অনেক এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে ইউক্রেনের ক্লাবটির রক্ষণাত্মক ফুটবলের কারণে মাত্র দুটি গোল করতে পারে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। উল্টো এক গোল হজমও করতে হয় কার্লো আনচেলত্তির দলকে।

সান্তিয়াগো বের্নাবুতে বুধবার (৫ অক্টোবর) রাতে ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে স্বাগতিক দল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। সতীর্থের পাস পেয়ে ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণ হারাতে বসেছিলেন রদ্রিগো; তবে বল প্রতিপক্ষের পায়ে লেগে ফিরে এলে জোরাল শটে জালের ঠিকানা খুঁজে নেন ২১ বছর বয়সী এ ব্রাজিলিয়ান।

ম্যাচের ২৮ মিনিটে আক্রমণভাগের দুর্দান্ত বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। মাঝমাঠে ভালভেরদের পাস পেয়ে রদ্রিগোকে ঘিরে ফেলে প্রতিপক্ষের তিন ডিফেন্ডার। তবে বেনজেমার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে বল বাড়ান ডি-বক্সে। আর ছুটে গিয়ে গোল করেন ভিনিসিয়াস।

রিয়ালের আক্রমণের মাঝেই ম্যাচের ৩৯ মিনিটে দারুণ নৈপুণ্যে শাখতারকে ম্যাচে ফেরান জুভকভ। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস বক্সে ফাঁকায় পেয়ে একটি লাফিয়ে নেয়া ভলিতে গোলটি করেন ইউক্রেনের ফরোয়ার্ড। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেও তাদের আক্রমণের ধারাটা ধরে রাখে ভিনিসিয়াস-রদ্রিগোরা। দ্বিতীয় হাফে বার বার সুযোগ পায় রদ্রিগো-বেনজেমারা। তবে দেখা পায়নি সাফল্যের। উল্টো শাখতারও বেশ কিছু আক্রমণ করে; কিন্তু তাতে তেমন ধার ছিল না।

অতিরিক্ত সময়ে বেনজেমার পাস ধরে শট নেন আসেনসিও। প্রতিপক্ষের গায়ে লেগে বল পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

দুই হাফ মিলিয়ে রিয়াল প্রতিপক্ষের উদ্দেশে শট নিয়েছে ৩৬টি, যার ১৪টি লক্ষ্যে ছিল। মূলত ফিনিশিংয়ের অভাবেই গোল করতে ব্যর্থ হয়েছে কার্লো আনচেলত্তির দল।

বাংলাদেশ সময়: ৯:৪৫:২০   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ