ডাস্টবিনের সামনে নেচে নায়িকা হলেন ট্রোলড

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডাস্টবিনের সামনে নেচে নায়িকা হলেন ট্রোলড
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২



---

বলিউড অভিনেত্রী আদা শর্মা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের ছবি ও ভিডিও পোস্ট করেন। তার অনুরাগীরাও বেশ পছন্দ করে তাকে।

বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘কমান্ডো থ্রি’ সিনেমায় অভিনয় করেছিলেন আদা। বেশকিছু তেলেগু সিনেমাতেও কাজ করেছেন চুটিয়ে। বাহবা কুড়িয়েছেন অনুরাগীদের থেকে।

একটি ভিডিও আদা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কালো মিনি ড্রেস পরে ডাস্টবিন নিয়ে এবং এর পাশে তাকে নাচতে দেখা যায়। খোলা চুলে, কালো সানগ্লাস ও কালো বুট পরে নাচেন অভিনেত্রী।

তার সোশ্যাল মিডিয়ার পোস্টের জন্য মাঝেমধ্যেই ট্রোল হন আদা। কিন্তু তাতে কিছু এসে যায় না তার। আদার পোশাক নিয়ে আলোচনা হয়। কিছু ক্ষেত্রে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। আদার এই ভিডিওটি নেটাগরিকদের আকর্ষণ কুড়িয়েছে।

দিন কয়েক আগেই পোস্ট হওয়া ভিডিওতে লক্ষাধিক লাইকের বন্যা বয়ে গিয়েছে। কারও ভালো লেগেছে, কেউ কেউ মজাও করেছেন।

ভিডিও দেখে একজন লিখেছেন, ‘শিক্ষা নিচ্ছি কীভাবে আবর্জনার মধ্যে থাকতে পারি।’ অন্য একজন লিখেছেন, ‘এভাবে বিনা পয়সায় বিজ্ঞাপন করার জন্য বম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের আপনাকে ধন্যবাদ জানানো উচিত।’ অন্য একজন বলেছেন, ‘আপনার পরের কনটেন্ট কবে আসছে?’

ভূতের সিনেমা ‘১৯২০’ এ অভিনয় করেছিলেন আদা। সেই সিনেমা ঘুম কেড়ে নিয়েছিলেন বহু মানুষের। বক্স অফিসে সাফল্য পেয়েছিল সেই সিনেমা। সেরা মহিলা ডেব্যু অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন আদা। তাকে দেখা যায় ভাসি তো ফাসি’তে। তারপর ধারাবাহিকভাবে দক্ষিণ ভারতীয় সিনেমাতে অভিনয় করেন আদা।

বাংলাদেশ সময়: ১২:১৬:৫৪   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ