একই মাঠে মসজিদ-মন্দির, দুই ধর্মের মানুষের বিরল দৃষ্টান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » একই মাঠে মসজিদ-মন্দির, দুই ধর্মের মানুষের বিরল দৃষ্টান্ত
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২



---

একই উঠানে মসজিদ ও মন্দির। এক পাশে উলুধ্বনি, অন্য পাশে প্রার্থনা। এভাবে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকার পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির পৃথক দু’টি ধর্মীয় উপাসনালয়।

এখন চলছে শারদীয় দুর্গাৎসব। সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাউৎসবের অষ্টমীতে হিন্দু ধর্মাবলি মানুষদের চলছে প্রসাদ বিতরণ ও ভক্তি। অপর দিকে দুর দূরান্ত থেকে এসে তুলছে দেবীদুর্গার ছবি। মাঠ জুড়ে শিশু কিশোরদের হৈ-হুল্লোড়। নতুন পোশাকে কেউবা তুলছে সেলফি। পূজা মন্ডব জুড়ে ঢোল তলার আওয়াজ ও কীর্তন। মাঠের অপর প্রান্তে রয়েছে আনসার ও পুলিশের টহল টিম। জানা গেছ, ১৮৩৬ সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় লালমনিরহাট শহরে কালীবাড়ী এলাকার পুরান বাজার এলাকায় বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ করার জন্য তার পাশেই একটি ছোট ঘর তোলেন।

আর সেটির নামকরণও করা হয় পুরান বাজার জামে মসজিদ হিসেবে। ওই সময় থেকে এক উঠানে চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কাজ। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। একই মাঠে মসজিদ মন্দির দেখতে দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় করছেন প্রতিদিন। এর মধ্য ভারত,নেপাল,ভুটানে উচ্চপদস্থ ও রাষ্ট্রদূতও এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, আজানের সময় থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের ঢাক, ঢোলসহ যাবতীয় শব্দ বন্ধ থাকে। নামাজ শেষ হলে মন্দির শুরু হয় কার্যক্রম। দীর্ঘদিন থেকে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে আসছেন উভয় ধর্মের মানুষ। প্রতিবছর দূর্গা উৎসবে দুই ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয় এই মাঠ।

লালমনিরহাট শহরের জুমাপাড়ার আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন থেকে দেখে আসছি একই মাঠে মসজিদ-মন্দির। এখানে নামাজ পড়তে কোন অসুবিধা হয় না। ওদের ধর্ম ওরা পালন করে আমাদের ধর্ম আমরা পালন করি। এখানে কোন সমস্যা হয় না।

পুরান বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলাউদ্দিন বলেন, যুগ যুগ ধরে একই মাঠে মসজিদ-মন্দির। দুই ধর্মের মানুষ এখানে ধর্ম পালন করেন। ধর্ম পালনে কোনো বিশৃঙ্খলা হয়নি। মসজিদ মন্দির কমিটির সাথে আলোচনা করে সবকিছুই হয়।

মন্দিরের ঢাকি বাবুল চন্দ্র বলেন,আমরা একে অপরকে ভালোবাসা বিলিয়ে দিয়ে এক মাঠে দুই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। তাদের সাথে কোনো ঝগড়া-বিবাদ হয় না। আজ অষ্টমীতে অনেক ভক্ত এসেছে প্রসাদ বিতরণ হয়েছে অনুষ্ঠানে চলছে।

কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি ও প্রধান পুরোহিত শংকর চক্রবর্তী জানান, প্রতি বছর দুর্গা উৎসবে এখানে অসংখ্য মানুষের আগমন ঘটে। মসজিদে আযানের সময় মন্দিরের সব ধরনের ঢাক ঢোল বন্ধ থাকে নামাজ শেষ হলে আবারও কার্যক্রম শুরু হয়। এবার উৎসবমুখর পরিবেশে দূর্গা উৎসব পালিত হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মসজিদ মন্দির মাঠে উৎসবমুখর পরিবেশে কালী মন্দিরে দূর্গাউৎসব শুরু হয়েছে। পূজামণ্ডপে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৯:৪৭   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ