মিয়ানমারে তিন দিনে ৬০ সেনা হত্যার দাবি

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারে তিন দিনে ৬০ সেনা হত্যার দাবি
মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২



---

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই জোরদার করেছে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো। গত তিন দিনে ৬০ জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ)। তাদের প্রতিহত করতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে জান্তা বাহিনী।

সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনসহ মিয়ানমারের বেশ কয়েকটি রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের দমনে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করে জান্তা বাহিনী। এসব অভিযানে সশস্ত্র বিদ্রোহীর পাশাপাশি প্রাণ হারাচ্ছেন অসংখ্য বেসামরিক নাগরিক। জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকে। তবে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি বলছে, গত কয়েকদিন ধরে পিডিএফসহ বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা বাহিনী।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সাগাইং, মান্দাল, তানিনথারি অঞ্চল, রাখাইন ও মোন রাজ্যে সরকারি বাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে জান্তাবিরোধী গোষ্ঠীগুলো। এতে ৬০ জনেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে মায়াং টাউনশিপে পিডিএফের হামলায় ১৫ সেনা নিহত হন। হামলায় সরকারি বাহিনীর বেশ কয়েকটি সামরিক গাড়ি ধ্বংস হয়ে যায়। জব্দ করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয় মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে শুরু হয় চরম অস্থিরতা। সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাদের দমনে কঠোর পদক্ষেপ নেয় জান্তা প্রধান। চলমান আন্দোলনে সামরিক বাহিনীর হাতে ২ হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হন। গ্রেফতার করা হয় রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষকে। শুরু হয় সশস্ত্র বিদ্রোহ।

বাংলাদেশ সময়: ১০:১৯:৩৭   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
ইউক্রেনে সামরিক সহায়তা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান ন্যাটো প্রধানের
নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত
ইরানে ভূমিকম্পে নিহত ৩, আহত ৩ শতাধিক
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
বিশ্বে করোনায় আরও ১০৬২ মৃত্যু, শনাক্ত বেড়েছে
কোরআন অবমাননা: সুইডেনকে সমর্থন না দেয়ার ঘোষণা তুরস্কের
ভারতের মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৯
ইউক্রেনকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে যাচ্ছে ন্যাটো

আর্কাইভ