অপু বিশ্বাস-বুবলী, এরপর কে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » অপু বিশ্বাস-বুবলী, এরপর কে?
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২



---

ঢালিউডের কথা বললে বর্তমান নায়কদের মাঝে প্রথমেই যার নাম উঠে আসে, তিনি নিঃসন্দেহে শাকিব খান। চলচ্চিত্রের নাম্বার ওয়ান এই নায়ক প্রেমিক জীবনেও নাম্বার ওয়ানের থেকে কোনো অংশে কম নন। একের পর এক সুপারস্টার নায়িকাদের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন শাকিব। বিয়ে-সংসার সবকিছু সিনেমার মতোই রহস্যের চাদরে মোড়ানো অথচ ঘোষণা দিয়ে সন্তানের স্বীকৃতি! রহস্যেঘেরা বাস্তব জীবনের শাকিবীয় সিনেমায় প্রথমেই আসে অপু বিশ্বাসের নাম, পরবর্তীতে বুবলী।

শাকিব খানের প্রেমিক জীবনের যেটুকু এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে সেখানে সবার আগে উঠে আসে অপু বিশ্বাসের নাম। ‘কোটি টাকার কাবিন’ সিনেমার শুটিং দিয়ে শাকিব-অপুর প্রথম পরিচয়। যদিও শুরুর দিকে শাকিব অনেকটা নার্ভাস ছিলেন। এরপর অপুকে প্রথম ফোন করেন তিনিই। পরবর্তীতে অল্প অল্প করে কাছে আসা, এরপর ভালোবাসা!

এদিকে ‘কোটি টাকার কাবিন’ সুপারহিট হওয়ার পর নতুন এ জুটির সাফল্য দেখে সিনেমার প্রযোজক আরও চারটি সিনেমার ঘোষণা দেন। সিনেমা করলেই শাকিবের কাছাকাছি থাকতে পারবেন অপু, তাই দুজনেই রাজি হয়ে যান। তবে প্রেমের মাঝে বাধা ছিল তাদের পরিবার। অপুর মা একেবারেই পছন্দ করতেন না তাদের এমন মেলামেশা। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে চলতে থাকে থাকে তাদের অবাধ প্রেম।

২০০৮ সালের ১৮ এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব। তবে জানা যায়, বিয়ের পর এক পর্যায়ে শাকিব খান খোঁজখবর রাখতেন না অপুর। এমনকি তাদের ছেলে ‘আব্রামের’ জন্মের পরেও তাদের কোনো ব্যয়ভার বহন করেননি তিনি। এরইমধ্যে বুবলীর সাথেও ঘনিষ্ঠতা শুরু হয় শাকিবের। সন্তান আব্রাম খান জয়সহ নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। পরে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

এদিকে ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। এই সিনেমা থেকেই শাকিব-বুবলীর প্রেমের গুঞ্জন গোটা মিডিয়া-পাড়ায়। আলোচনার এক পর্যায়ে ২০১৭ সালের মার্চে প্রথম তাদের দুজনের প্রেমের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।

তবে হঠাৎ করেই গত ২৭ সেপ্টেম্বর অপু-শাকিবের সন্তান জয়ের জন্মদিনে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই দানা বাঁধতে শুরু করে রহস্য। বুবলী কিংবা শাকিব দুজনের কেউই সন্তানের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও, তাদের দুজনেই কথা দেন সময়মতো সকলের সামনে পরিষ্কার করবেন সবকিছু। অবশেষে এই রহস্যেরও জট খুলে নায়িকা বুবলী প্রকাশ্যে আনেন ছেলে শেহজাদের ছবি।

ছেলের জন্য দোয়া চেয়ে ফেসবুকে বুবলী লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র।’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে ২০২০ সালের ২১ মার্চ তিনি শেহজাদ খান বীরের জন্ম দেন।

বুবলীর ঘটনা নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রি যখন সরগরম, ঠিক তখনই সবার নজর এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে। অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। সেই প্রেম কতটা সত্যি তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে নেটিজেনরা বলছেন, অপু বিশ্বাস ও বুবলীর পর শাকিবের টার্গেট কি পূজা চেরি?

বাংলাদেশ সময়: ১৯:২১:২৮   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ