দায়িত্বপালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি : বেনজীর আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দায়িত্বপালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি : বেনজীর আহমেদ
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি ।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলেই বাংলাদেশ। হাতে হাত রেখে দায়িত্ব পালন করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। দেশে এক ধরনের নষ্ট রাজনীতির দুষ্টু চর্চা ছিল, এখনো রয়েছে। এ চর্চায় কেউ কেউ অন্যায়ভাবে আমাকে বিপক্ষে আবিষ্কার করেছে। তবে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনারা ভালো থাকবেন।’
ড. বেনজীর আহম্মেদ আজ রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন।
আইজিপি বেনজীর আহমেদ দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের কর্মজীবন শেষে আগামীকাল শুক্রবার ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে নিজের বর্নাঢ্য ক্যারিয়ারের নানা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমার ৩৪ বছর ৫ মাস ১৬ দিন কর্মজীবনের মধ্যে ২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত ১২ বছর পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছি। ডিএমপি কমিশনার, র‌্যাব ডিজি ও সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সমর্থন জুগিয়েছেন, দেশবাসীও সমর্থন জুগিয়েছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ড. বেনজীর বলেন, ধারাবাহিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি । চাকরির শেষ দিন মানে আগামীকাল শুক্রবার থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা। তার মানে আগামীকাল থেকে দেখা হবে না-কথা হবে না, এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সবার সঙ্গে যোগাযোগ থাকবে, যেখানেই সুযোগ পাব একসঙ্গে দায়িত্ব পালন করব।
আন্তর্জাতিক পরিন্ডলে বাংলাদেশ পুলিশের দু’টি বিষয় সবচেয়ে বেশি আলোচিত উল্লেখ করে তিনি বলেন, ‘কীভাবে আমরা সফলভাবে করোনা ক্রাইসিস অতিক্রম করেছি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্যের বিষয়ে সবাই জানতে চায়। কিছুদিন আগে জাতিসংঘে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কীভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় সফল হয়েছি।
পোশাকে এটাই সর্বশেষ প্রেস ব্রিফিং উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী। আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, একইভাবে পরবর্তী দায়িত্বে যারা আসবেন তাদেরও সহযোগিতা করবেন।
পেশাগত জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিলো, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘একটি চ্যালেঞ্জের কথা আমি স্মরণ করি, তা হলো ফরমালিনের বিরুদ্ধে যুদ্ধ। গণমানুষকে ফরমালিনের হাত থেকে রক্ষা করতে মোবাইল কোর্ট পর্যন্ত পরিচালনা করতে হয়েছে। এটি ছিলো একটি বড় চ্যালেঞ্জ। তাছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতেও অনেক আত্মত্যাগ স্বীকার করতে হয়েছে।’
বিদায়ী সংবাদ সম্মেলনে নব নিযুক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) মো. কামরুল আহসান ও র‌্যাবের নতুন ডিজি এম খুরশীদ হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩৭   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ