আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না তারা

প্রথম পাতা » খেলা » আইপিএলের জন্য জাতীয় দলে সেরাটা দেন না তারা
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২



---

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল শুরুর আগে বেশ বড় আকারে হয়ে গেল ক্রিকেটার্স নিলাম। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। আইপিএলের ১৫তম আসর সামনে রেখে ক্রিকেটাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার দাবি, আইপিএল ‍শুরুর আগে ক্রিকেটাররা দেশের হয়ে সেরাটা দেন না।

গাভাস্কার বলেন, ‘নিলাম যেকোনো ক্রিকেটারের জন্য জীবন পাল্টে দেওয়া এক অভিজ্ঞতা। কারণ, এর মধ্যে দিয়ে নিশ্চিত ভবিষ্যতের দরজা খুলে যায়। তাদের পরিবারের ভবিষ্যতও নিশ্চিত হয় এই নিলামের মধ্যে দিয়ে। তবে অপরদিকে এটাও সত্যি যে আইপিএল কাছাকাছি থাকলে অনেকেই দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দেন না। এই ঘটনা একেবারে সত্যি।’

তবে এর কারণও ব্যাখ্যা করেন গাভাস্কার। যেখানে বর্তমান এই ধারাভাষ্যকারের ধারণা, আইপিএল সামনে রেখে কেউই চান না চোটে পড়তে, ফিটনেসের সমস্যায় পড়তে।

গাভাস্কারের ব্যাখ্যা, ‘এর প্রধান কারণ, তারা চোট মুক্ত থাকতে চান। চোট পেলে ফিটনেস সমস্যা হতে পারে। ফলে আইপিএলের চুক্তির নিশ্চয়তা থেকে বঞ্চিত হতে পারেন তারা। এই কারণে ফিল্ডিং করার সময়ে অনেকেই ঝাঁপান না, স্লাইড করেন না, ডিপ থেকে জোরে থ্রো করেন না। তাদের ভয় থাকে চোট মানেই আইপিএলের নিলাম থেকে নির্ঘাত বাদ পড়তে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:২১:০৭   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ