আজব চোর ধরল ডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজব চোর ধরল ডিবি
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

এক আজব চোরের সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। যার নেশা জুয়েলারি দোকান থেকে স্বর্ণালংকার চুরি এবং তা বিক্রি করে বন্ধুদের নিয়ে কক্সবাজার ঘুরে বেড়ানো।

এমনকি সব বন্ধুকে কিনে দিতেন একই রকম পোশাক। পুলিশ বলছে, মালিকের দেয়া চাবি নকল করে ফরহাদ ও তার বন্ধুরা এক দোকানেই চুরি করেছে ১৮ ভরি স্বর্ণের গহনা। স্বর্ণ চুরি ও এসব মালামাল কেনার সঙ্গে জড়িত ১১ জন ধরা পড়েছে পুলিশের হাতে।

রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা মার্কেটের সততা জুয়েলার্স। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন অবলীলায় দোকানের তালা খুলে স্বর্ণের গহনা চুরি করার পর মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন।

চুরি করা এসব গহনা বিক্রি করে সবাই একই রকমের পোশাক কিনে রওনা দেন কক্সবাজারের উদ্দেশে। সেখানে চলে ঘোরাঘুরি আর মাদকগ্রহণ। এভাবেই চুরির টাকায় তাদের শখ পূরণ চলে একাধিকবার।

দোকানের মালিক বলছেন, শারীরিক অসুস্থতার কারণে পাশের দোকানের কর্মচারী ফরহাদকে নিয়োগ দেন প্রতিদিন দোকান খোলা আর বন্ধের কাজে। এই সুযোগে নকল চাবি তৈরি করে রাখে ফরহাদ।

ভুক্তভোগী স্বপন চৌধুরী বলেন, বেশকিছু দিন ধরেই চুরি করছিল। প্রথমে বুঝতে পারিনি। এবার বেশি করে নেয়ায় বুঝতে পারলাম।

অন্য ব্যবসায়ী বলেন, আপনার দোকানে তালা লাগানো অবস্থায় কীভাবে চুরি হলো, আমি বুঝতে পারছিলাম না। পরের বার বেশি মালামাল নেয়ায় বুঝতে পারি।

পুলিশ বলছে, চক্রটি স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করতো বিজিবি গেটের কিছু ব্যবসায়ীর কাছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশিদ বলেন, বাজারে গহনার ভরি যেখানে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে সেখানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা ভরি হিসেবে বিক্রি করে। এসব চোরাই সিন্ডিকেটের কারণে তাদের ধরা যাচ্ছে না। তারপরও আমাদের অভিযান চলছে।

চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১২:৪১:১০   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ