নগদ টাকা লুটে সেই দম্পতিকে পরিকল্পিত খুন

প্রথম পাতা » খুলনা » নগদ টাকা লুটে সেই দম্পতিকে পরিকল্পিত খুন
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বসতঘরে বৃদ্ধ দম্পতি হত্যার হোতাসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের বাসিন্দা ও হত্যাকাণ্ডের মূলহোতা শাহাবুল হক, একই গ্রামের রাজীব হোসেন, বিদ্যুত আলী ও শাকিল হোসেন। ওই হত্যাকাণ্ডে নিহত নজির উদ্দিনের ট্রলি চালক শাহাবুল হকসহ অন্য আসামিরা অংশ নেন।

নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের একাধিক টিম, সিআইডি ও পিবিআই পুলিশ মাঠে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে এ ঘটনার মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, নিহত নজির উদ্দিনের ব্যবহৃত নোকিয়া-২৩০ মোবাইল ফোন, পানের বরজে পুতে রাখা নিহত ফরিদার হ্যান্ডব্যাগ ও নজির উদ্দিনের কালো অফিসিয়াল ব্যাগ, হত্যার সময় আসামিদের রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়। এ ছাড়া আসামি রাজীবের কাছ থেকে ৩৫ হাজার টাকা ও বিদ্যুতের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৩:৫৯   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা
বেনাপোল চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা
সুন্দরবনে অপহৃত ১১ জেলে উদ্ধার
বিজয় দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শ্রম প্রতিমন্ত্রীর
মেহেরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবসে আলোচনা সভা
নড়াইল মুক্ত দিবস পালিত
মাগুরায় মাদক বিরোধী অভিযানকালে সড়ক দুর্ঘটনায় ২ র‌্যাব সদস্যসহ নিহত ৩
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে বাবা-ছেলেসহ নিহত - ৫

আর্কাইভ