৩ মাস নেই পানি, তবুও বিল নিচ্ছে ওয়াসা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩ মাস নেই পানি, তবুও বিল নিচ্ছে ওয়াসা
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

পানির জন্য হাহাকার রাজধানীর মহাখালীর মধ্যপাড়া, হাজারীবাড়ি আর মুন্সিপাড়ায়। টানা তিন মাস ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে অর্ধলক্ষাধিক মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, বারবার যোগাযোগ করেও মিলছে না সমাধান। কবে মিলবে পানি? এমন প্রশ্নের কোনো জবাব নেই ওয়াসার কাছে।

বিকেল হলেই পানির জন্য কলস, ড্রাম আর বালতি নিয়ে এলাকাবাসী হাজির হন মহাখালী মধ্যপাড়ার একটি টিউবওয়েলের কাছে। বাড়ির কাজ ফেলে মাইলখানেক পাড়ি দিয়ে পানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় প্রতিনিয়ত।

খাওয়া, গোসল কিংবা গৃহস্থালির কাজের প্রয়োজনে দিনে তিন থেকে চারবার পানি নিয়ে যেতে হচ্ছে তাদের। মহাখালীর এ এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় কষ্টের শেষ নেই এখানকার বাসিন্দাদের।

এলাকাবাসীর অভিযোগ টানা তিন মাস ধরে পানি নেই। মধ্যপাড়া, মুন্সিপাড়া ও হাজারীবাড়ি এলকায়। খাওয়ার পানি কিনলেও মেটে না গৃহস্থালির প্রয়োজন। এতে চরম মানবিক সংকটে হাজার হাজার মানুষ।

টিউবওয়েলের পানি নেয়ার জন্য আসা এক নারী বলেন, আমরা তো বেশি দামে পানি কিনে খেতে (পান) পারছি না। তাই এক মাইল দূর থেকে এখানে পানি নিতে এসেছি।

আরেকজন বলেন, লম্বা লাইন ধরে দাঁড়িয়ে পানি নিতে হয়, কখনও কখনও পানির কলস নিয়ে মারামারিও লেগে যায়! কী আর করা, পানি ছাড়া কি চলা যায়! তাই কষ্ট করে পানি নিতে এসেছি।

মহাখালীর মধ্যপাড়ার বাসিন্দা আলী বলেন, তিন মাস ধরে পানি নেই। রাত জেগে বসে থাকতে হয়, এই বুঝি পানি এল; ঠিকমতো নামাজও পড়তে পারছি না। এমনও দিন যাচ্ছে এ গরমে, আমরা গোসলও করতে পারি নাই, খাওয়াদাওয়াও হয় না।

তবে এতো কিছুর পরও থেমে নেই ওয়াসার বিল। পানি না দিলেও ওয়াসা প্রতি মাসে টাকা আদায় করছে বলে জানান তারা।

ভুক্তভোগীরা বলেন, পানি নেই তবুও বিল দিতে হচ্ছে। তা না হলে পানির লাইন কেটে দেবে- এই ভয়ে বিল দেয়া হচ্ছে।

এ ব্যাপারে ওয়াসার আঞ্চলিক অফিসে যোগাযোগ করে সময় সংবাদ। ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি না হলেও কবে কাটবে এ সংকট সে প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সংশ্লিষ্টরা।

ঢাকা ওয়াসার মডস জোন-৫-এর সহ-প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, পানি পাচ্ছে না ঢাকাবাসী, তারা এসেছিলেন। কাজ করা হচ্ছে।

এমন দায়সারা জবাব তার। তবে কবে নাগাদ ঠিক হবে এ সমস্যা, সেটারও ঠিকমতো উত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।

পানির দাবিতে কয়েকবার মানববন্ধনও করেছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১২:০১:২২   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনু কাপুর
নোয়াখালীতে সরকারি আবাসিক ফ্ল্যাটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারিতে ঢাকায় চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৫
বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু
রবীন্দ্রনাথের গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে - খাদ্যমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

আর্কাইভ