আঁখি-সাবিনারা ইউরোপে খেললে বদলে যাবে দেশের ফুটবল

প্রথম পাতা » খেলা » আঁখি-সাবিনারা ইউরোপে খেললে বদলে যাবে দেশের ফুটবল
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



---

আঁখি-সাবিনারা ইউরোপের লিগে খেলতে পারলে তা ইতিবাচক ফল বয়ে আনবে বলে বিশ্বাস তাদের কোচ গোলাম রব্বানী ছোটনের। সাফজয়ী নারী ফুটবলারাও মনে করেন, ইউরোপের লিগে খেললে নিজেদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোতে উন্নতি আনা সহজ হবে। এদিকে, নারী ফুটবলারদের দেশের বাইরে খেলার খবর সম্পর্কে তেমন কিছুই জানেন না সভাপতি কাজী সালাউদ্দিন। তবে, সত্যিই এমন সুযোগ মিললে নারীদের সব ধরণের সহায়তা করা হবে বলে জানান সভাপতি কাজী সালাউদ্দিন।

হিমালয়ের দেশে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর থেকেই উড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিন এশিয়ার গণ্ডি ছাড়িয়ে এবার তাদের সামনে এসেছে ইউরোপের লিগে খেলার সুবর্ণ সুযোগ। আঁখি খাতুনসহ দলের ৭ ফুটবলারের সুযোগ মিলতে পারে সুইডেনের ঘরোয়া লিগে খেলার। স্বপ্নটা সত্যি হয়ে ধরা দিলে উন্নয়নের নতুন দুয়ার খুলবে নারী ফুটবলে। এমনটাই মনে করেন নারী ফুটবলের স্বপ্নসারথীরা।

সাফজয়ী দলের খেলোয়াড় শামসুন্নাহার বলেন, ‘আমাদের জন্য ভালো হবে কারণ আমরা বেনিফিট পাব। আর অন্য দেশে লিগ খেলা তো বিশাল কিছু।’

আরেক তারকা মারিয়া মান্ডা বলেন, ‘শুনেছি আমাদের ক্লাব লিগে ডাকবে। যদি এটা সত্যিই হয়, তাহলে আমাদের জন্য ভালো। আমারও ইচ্ছা আমি দেশের বাইরে ক্লাব লিগ খেলব।’

এদিকে যাকে নিয়ে সুইডেনের লিগে ডাক পাওয়ার গুঞ্জন, সেই আঁখি খাতুন বলেন, ‘এটা হলে টিমের উন্নতি হবে। একজনের দেখাদেখি আরেকজন সুযোগ পাবে। মানে উৎফুল্ল হবে ওরা, এক্সপেরিয়েন্স হবে।’

সানজিদা খাতুন বলেন, ‘দেশের বাইরে যখন আমরা লিগ খেলতে যাব, ভালো খেলে ওখানেও আমরা দেশের সুনাম ছড়াব। এটা অবশ্যই খেলোয়াড়দের জন্য ভালো খবর।

টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলোতেও আসবে অনেক পরিবর্তন। মনে করেন সাবিনাদের স্বপ্নজয়ের কান্ডারী কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘ইউরোপে ওমেন্স ফুটবল মনে করেন টপ লেভেলের ফুটবল খেলে থাকে। তাদের কনফিডেন্স লেভেল বাড়বে। তাদের টেকনিক্যাল-ট্যাকটিক্যাল সব দিকেই উন্নতি হবে বলে মনে করি।’

নারী ফুটবলারদের সুইডেনে লিগে খেলার প্রস্তাব সম্পর্কে খুব বেশি জানা নেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। তবে, সত্যিই যদি আসে এমন সুযোগ, তবে তার জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সভাপতি।

সালাউদ্দিন বলেন, ‘ওরা যদি প্রফেশনাল খেলার সুযোগ পায়, বাফুফে থেকে যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া দরকার তা তাদের দেওয়া হবে। কারণ, ওইভাবেই তো একচুয়ালি স্প্রেড করবে খেলোয়াড়রা।’

টানা ২০ দিনের ছুটি শেষে ঢাকায় ফিরে আবারও নিজেদের প্রস্তুতিতে নেমে পড়তে চায় সাবিনা-সানজিদারা।

বাংলাদেশ সময়: ১১:৫২:১১   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ