তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল

প্রথম পাতা » খেলা » তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসাল ব্রাজিল
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২



---

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ৫-১ গোলে হেরেছে আফ্রিকার দেশটি। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। এ নিয়ে টানা ৭ ম্যাচে জিতল তিতের শিষ্যরা।

পার্ক দেস প্রিন্সেসে নিজেদের রক্ষণভাগ থেকে ক্যাসেমিরো হাওয়ায় ভাসিয়ে একটি শট নেন। ভেসে আসা সেই বলে লাফিয়ে উঠে মাথা ছোঁয়ান রাফিনহা, তাতে বল উপরের বার ঘেঁষে প্রবেশ করে তিউনিশিয়ার জালে। ১৮ মিনিটের সময় ব্যবধান কমায় তিউনিশিয়া। এবারও গোল হয় হেডে, ডান প্রান্তে লাফিয়ে পড়েও বল আটকাতে পারেননি ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার।

পরের মিনিটে ব্যবধান আবার বাড়ায় ব্রাজিল। এবার স্কোর বোর্ডে নাম লেখান রিচার্লিসন, আর অ্যাসিস্টদাতা রাফিনহা। ২৭ মিনিটের ভাগ্যের দোষে গোল করতে পারেননি লুকাস পাকুয়েতা। ডান প্রান্ত থেকে তার নেয়া আড়াআড়ি শট চলে যায় পোস্টের একটু বাইরে দিয়ে।

২ মিনিট পর ঠিকই গোল পায় ব্রাজিল, পেনাল্টি থেকে সেই গোলটি করেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, তবে লাল কার্ড দেখেছেন একজন। ৪২ মিনিটের মাথায় ফাউল করে কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তিউনিশিয়ার ডিলান ব্রনকে।

বিরতি থেকে ফিরে অনেকটা সময় উভয় দলই কোনো গোল পায়নি। সেই ‘খরা’ কাটে পেড্রোর কল্যাণে। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার দুর্দান্ত এক শটে তিউনিশিয়ার জাল কাঁপান। ম্যাচের বাকিটা সময় একাধিক প্লেয়ার বদল করেও কেউই গোলের দেখা পায়নি। তাতে জয় নিয়েই মাঠ ছাড়ে নেইমার বাহিনী।

বাংলাদেশ সময়: ১০:১২:৫০   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা
আবার মাঠে ফিরছেন আফ্রিদি
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামবে টাইগ্রেসরা
ম্যানইউয়ের জয়রথ থামিয়ে দিল ক্রিস্টাল প্যালেস
বিয়ে করলেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী সুদীপ্তা
এসি মিলানকে হারিয়ে ইন্টারের টানা দ্বিতীয় সুপার কাপ শিরোপা
রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সা
আর্সেনালের জয়রথ চলছেই, এবার হারল টটেনহ্যাম 
এমবাপ্পের ছুটি কাটিয়ে ফেরার ম্যাচে পিএসজির হার
বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে মেসি-নেইমার-এমবাপ্পে

আর্কাইভ